যুব সমাজের প্রতি তােফায়েল বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হইতে হইবে
রাষ্ট্রপতির বিশেষ সহকারী ও জাতীয় যুবলীগের সাধারণ সম্পাদক জনাব তােফায়েল আহমদ জাতির জন্য আত্মত্যাগী বীর শহীদানের আশা-আকাক্ষা বাস্তবায়নে বঙ্গবন্ধুর নির্দেশ অনুযায়ী কাজ করার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানাইয়াছেন।
জনাব তােফায়েল আহমদ গতকাল (বুধবার) জাতীয় যুবলীগ কার্যালয়ে প্রাক্তন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কর্মীদের উদ্দেশে বক্তৃতা করিতেছিলেন। কর্মীরা গতকাল তাঁহাকে মাল্যভূষিত করেন।
তিনি বলেন, সৎ এবং ত্যাগী কর্মীদের জন্য যুবলীগের দ্বার অবারিত রহিয়াছে।
বঙ্গবন্ধুর আদর্শের উল্লেখ করিয়া বলেন, পাপ-পুণ্য পাশাপাশি চলিতে পারে না। তিনি বলেন, বাঙ্গালী জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে গর্বিত। বঙ্গবন্ধু এই বাংলার মাটিতেই জন্মগ্রহণ করিয়াছেন এবং এই দেশের মানুষকে ঔপনিবেশিক শাসন ও শােষণ হইতে মুক্ত করার জন্য নির্যাতন ভােগ করিয়াছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশেরই নেতা নন, বিশ্বের নির্যাতিত মানুষেরও নেতা।
জনাব তােফায়েল আহমদ বলেন, শােষিত মানুষের মুখে হাসি ফোটাইবার জন্য বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী দিয়াছেন।
তাই আজ শােষক এবং দুর্নীতিবাজ উৎখাতে শােষিত মানুষকে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হইতে হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৯ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত