নৌ-বাহিনী সর্বাধিক শক্তি নিয়ােগ করিবে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনী খাদ্যশস্য ও অন্যান্য পণ্য দেশের অভ্যন্তরে পৌছাইয়া দেওয়ার ব্যাপারে উহার সর্বাধিক শক্তি নিয়ােগ করিবে।
গতকাল সকালে খুলনার বন্দর ডাইরেক্টরের অফিসে উচ্চপদস্থ কর্মকর্তাদের এক বৈঠকের পর বাংলাদেশ নৌ-বাহিনীর প্রধান কমডাের এম. এইচ খান একথা বলেন।
উচ্চ পর্যায়ের এই বৈঠকে অন্যান্যের মধ্যে যশাের গ্যারিলনের কমাণ্ডার বিগ্রেডিয়ার শওকত আলী, খুলনার পাের্ট ডাইরেক্টর, খুলনার ডেপুটি কমিশনার, স্থানীয় শিপিং এজেন্টশিপ এবং স্থল ও নৌ-বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
খাদ্যশস্য ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য দেশের অভ্যন্তরে দ্রুত চলাচলের ব্যবস্থা করার জন্য স্থল ও নৌ বাহিনীর জওয়ানদের নিয়ােজিত করিতে বঙ্গবন্ধুর নির্দেশানের পরই এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক পরিবহনের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলােচনা করা হয়। নৌ বাহিনী প্রধান বৈঠকে বক্তৃতা প্রসঙ্গে বলেন যে, যদিও পরিবহনের সমস্যা খুবই জটিল তবুও ত্যাগ ও দৃঢ় ইচ্ছা থাকিলে এই সমস্যার সমাধান করা একেবারে অসম্ভব কিছু নয়। কেহ কোন প্রকার অসৎ পস্থা অবলম্বন করিলে তাহাকে কঠোর শাস্তি প্রদান করা হইবে বলিয়াও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ২১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত