You dont have javascript enabled! Please enable it! 1975.06.21 | জাতীয় বিজ্ঞান কাউন্সিল গঠনের উদ্যোগ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

জাতীয় বিজ্ঞান কাউন্সিল গঠনের উদ্যোগ

জাতীয় বিজ্ঞান ও কারিগরি কাউন্সিল গঠনের প্রস্তাব সরকারের চূড়ান্ত অনুমােদনের অপেক্ষায় রহিয়াছে। এনা জানান, দেশে বিরাজমান কারিগরি জনশক্তি ও সম্পদরাজির মূল্যায়ন, সমন্বয় ও পরিকল্পনার দায়িত্ব ন্যস্ত নীতিনির্ধারণী সংস্থা হিসাবে কাজ করিবে। এই কাউন্সিলকে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে গঠিত বিজ্ঞান ও কারিগরি বিষয়ক ক্যাবিনেট কমিটির অধীনে ন্যস্ত করা হইবে। কাউন্সিলটি অর্থনৈতিক উন্নয়নের জন্য বৈজ্ঞানিক ও কারিগরি জনসম্পদের যথােপযুক্ত ব্যবহার ঘটাইবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত