১২৪টি পত্রিকার ডিক্লারেশন বহাল
গতকাল (সােমবার) সরকার কর্তৃক জারিকৃত সংবাদপত্র (ডিক্লারেশন বাতিলকরণ) অডিন্যান্স ১৯৭৫ এর অধীনে প্রকাশনার ডিক্লারেশন বাতিলকরণ হইতে সরকার ১২৪টি দৈনিক, সাপ্তাহিক, দ্বিপাক্ষিক, মাসিক, ষান্মাসিক ও বার্ষিক পত্র পত্রিকাকে অব্যাহতি দান করিয়াছেন। আজ মঙ্গলবার (১৭ই জুন) হইতে এই অডিন্যান্স কার্যকরী হইতেছে।
অব্যাহতি লাভকারী পত্র পত্রিকায় তালিকা নিম্নরূপ: (১) দি বাংলাদেশ অবজারভার, ঢাকা। (২) দৈনিক বাংলা, ঢাকা।
সাপ্তাহিক (৩) বাংলাদেশ সংবাদ, ঢাকা। (৪) বাংলাদেশ সি আই গেজেট, ঢাকা। (৫)। বাংলাদেশ গেজেটে, ঢাকা। (৬) বাংলাদেশ পুলিশ গেজেট, ঢাকা। (৭) ডিকেটটিভ, (৯) যুববার্তা, ঢাকা। (১০) সােভিযেট সমীক্ষা, ঢাকা। (১১) সােভিয়েট রিডিউ, ঢাকা। (১২) আরাফাত, ঢাকা। (১৩) প্রতিবেশী, ঢাকা। (১৪) বিচিত্রা, ঢাকা। (১৫) চিত্রালী, ঢাকা। (১৬) সিনেমা, ঢাকা। (১৭) বেগম, ঢাকা। (১৮) ললনা, ঢাকা। (১৯) কি পালস, ঢাকা। | পাক্ষিক পত্রিকা: ঢাকা হইতে প্রকাশিত: (২৩) পূর্বাচল, (২৪) নবারুণ, (২৫) বাংলাদেশ বেতার (ইংরেজী), (২৬) কৃষি কথা, (২৭) অগ্রদূত, (২৮) বীমা বার্তা, (২৯) সুখী পরিবার, (৩০) বিজ্ঞানের জয়যাত্রা, (৩১) বুলেটিন অব ট্যাষ্ট্রিসটিজ, (৩২) ধানশালিকের দেশ। (৩৩) উত্তরাধিকার। (৩৪) গণকেন্দ্র। (৩৫) পুরােগানী বিজ্ঞান (৩৬) সমবায়। (৩৭) শাপলা শালুক। (৩৮) স্ট্রাষ্টিসটিক্যাল বুলেটন অব বাংলাদেশ। (৩৯) বাংলাদেশ লেবার কেসেজ। (৪০) ইস্কনমিক ইণ্ডিকেটর অব বাংলাদেশ। (৪১) ল’এন্ড ইন্টারন্যাশনাল এফয়ার্স। (৪২) বাংলাদেশ ট্যাক্স ডিসিশন্স, (৪৩) দি জার্নাল অব ম্যানেজমেন্ট বিজনেস এন্ড ইকনমিক্স। (৪৪) বাংলাদেশ ইস্যুরেন্স একাডেমী। (৪৫) টাকা ল’ রিপাের্টর্স। (৪৬) কারিগর। (৪৭) আজকের সমবায়। (৪৮) মা ৯ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা)। ঢাকা হইতে প্রকাশিত: (৪৯) বই। (৫০) দীপক। (৫১) উদয়ন। (৫২) ভারত বিচিত্রা। (৫৫) নবযুগ (চাঁদপুর, কুমিল্লা)। (৫৬) নেদায়ে ইসলাম। ঢাকা। (৫ তাহাজীব, ঢাকা। (৫৮) সন্দীপনা, পাবনা, (৫৯) আলআমীন ঢাকা, (৬০) হেফাজত ও ইসলাম, ঢাকা, (৬১) ঋতুপত্র, ময়মনসিংহ, (৬২) ছােটগম, ঢাকা, (৬৩) চন্দ্রাকাশ, ময়মনসিংহ, (৬৪) ঢাকা ডাইজেষ্ট, ঢাকা (৬৫) দীপ্ত বাংলা, ঢাকা, (৬৬) ধলেশ্বরী, ঢাকা, (৬৭) দিগন্ত, ঢাকা, (৬৮) গণমন ফরিদপুর (৬৯) ইস্পাতম কুষ্টিয়া (৭০) পুষ্পরবি, চট্টগ্রাম। (৭১) … শতদল, (৭৬) সুজনেষু, (৭৭) কিংশুক, (৭৮) বংগবাসী, (৭৯) আবাহন, (৮০) খেলাঘর, চট্টগ্রামের: (৮১) টাপুর টুপুর। ঢাকা: (৮২) বিদিশা, (৮৩) রূপম, (৮৪) রােমাঞ্চ, (৮৫) শুভেচ্ছা, (৮৬) ঝিনুক, (৮৭) চিত্রকর, (৮৮) গােয়েন্দা পত্রিকা, (৮৯) জোনাকী, (৯০) চিত্রবাণী, (৯১) চলচ্চিত্র, (৯২) নিপুণ, (৯৩) খেলাধুলা, (৯৪) চিকিৎসা সাময়িকী, (৯৫) পারিবারিক চিকিৎসা (নােয়াখালী, (৯৬) হাকিমী খবর (ময়মনসিংহ), (৯৭) স্বাস্থ্য সাময়িকী (ঢাকা), (৯৮) শ্বাশ্বতী চট্টগ্রাম, (৯৯) বিজ্ঞান সাময়িকী (ঢাকা), (১০০) দি নিউ ইকনমিক টাইমস ঢাকা, (১০১) ফিন্যান্সিয়াল টাইমস, ঢাকা, (১০২) উর্বরা ময়মনসিংহ, (১০৩) রংপুর সাহত্যি পরিষদ পত্রিকা রংপুর, (১০৪) মৈত্রী ঢাকা।
দ্বিমাসিক ত্রৈমাসিক পত্রিকা
(১০৫) অস্তিকা, চট্টগ্রাম (দ্বিমাসিক)। ঢাকা হইতে প্রকাশিত: (১০৬) ব্যবস্থাপনা প্রসঙ্গ, (১০৭) দি কষ্ট এন্ড ম্যানেজমেন্ট, (১০৮) বাংলা একাডেমী পত্রিকা, (১০৯) বাংলা একাডেমী জার্নাল, (১১০) শিল্প ব্যাংক সমাচার (ইংরেজী), (১১১) বাংলাদেশ জার্নাল অব সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, (১১২) মার্কিন পরিক্রমা, (১১৩) মনীষা, (১১৪) কণ্ঠস্বর, (১১৫) থিয়েটার, (১১৬) জনান্তিক (১১৭) ক্রীড়া সাহিত্য সিলেট, (১১৮) মুখশ্রী ঢাকা।
অর্ধ বার্ষিক/বার্ষিক পত্রিকা।
(১১৯) বরিশাল মেডিক্যাল রিভিউ (বরিশাল), অর্ধবার্ষিক। ৯১২০) শিপিং ডাইরেক্টরী (চট্টগ্রাম), অর্ধবার্ষিক, (১২১) সাহিত্যিকী (রাজশাহী), অর্ধবার্ষিকী। (১২২) ঢাকা বিশ্ববিদ্যালয় পত্রিকা, ঢাকা (বার্ষিকী)। (১২৩) দীপান্বিতা (ঢাকা), বার্ষিকী, (১২৪) এনুয়াল সায়েন্টিফিক রিপাের্ট (ঢাকা), বার্ষিকী।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৭ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত