আগামী অর্থ বৎসরে উন্নয়ন খাতে প্রায় সাড়ে ৪ শত কোটি টাকা অধিক ব্যয়ের সম্ভাবনা
১৯৭৫-৭৬ আর্থিক বৎসরে সরকার বার্ষিক উন্নয়ন খাতে বিগত বৎসর অপেক্ষা প্রায় সাড়ে ৪ শত কোটি টাকা বেশী বরাদ্দ করিয়াছেন বলিয়া বিশ্বস্ত সূত্র হইতে জানা গিয়াছে। ইহাতে মােট বরাদ্দকৃত অর্থের পরিমাণ দাঁড়াইবে ৯ শত ৫০ হইতে ১ মত ৭৫ কোটি টাকা।
এই অর্থের প্রায় ৬০ ভাগই অর্থাৎ প্রায় ৫ শত ৭০ কোট টাকা খরচ হইবে বৈদেশিক মুদ্রায়। উল্লেখিত অর্থ ৯টি বিভাগে বরাদ্দ ছাড়াও ওয়ার্কস প্রােগ্রাম কো-অপারেটিভ, শেরে বাংলা নগর উন্নয়ন এবং বিপণী বিতান নির্মাণের জন্য খরচ করা হইবে।
সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত ১৮ জাতি বিশিষ্ট কনসার্টয়ামে বাংলাদেশকে প্রায় ১ শত ২০ কোট ডলার সাহায্যের প্রতিশ্রুটি এবং উহার প্রাপ্তির সম্ভাবনার উপরই আগামী আর্থিক বৎসরের উন্নয়ন প্রকল্পগুলির বাস্তবায়ন নির্ভর করিতেছে।
উল্লেখ করা যাইতে পারে যে, বর্তমান আর্থিক বৎসরে বার্ষিক উন্নয়ন খাতে ৫ শত ২৫ কোটি টাকা বরাদ্দ করা হইয়াছিল। তবে ইহার মধ্যে ও পর্যন্ত কি পরিমাণ অর্থ ব্যয় হইয়াছে বা কি কি প্রকল্পে কাজ শেষ করা হইয়াছে উহা জানা যায় নাই।
আগামী অর্থ বৎসরের জন্য ১৬টি খাতে যে ৯ শত ৫০ হইতে ৭৫ কোটি টাকা বরাদ্দ করা হইয়াছে উহার মধ্যে রহিয়াছে কৃষি, গ্রামীণ উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ, শিল্প, প্রাকৃতিক সম্পদ, বিদ্যুৎ, বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা, পরিবহন, যােগাযােগ, গৃহনির্মাণ ও ভূমি উন্নয়ন, শিক্ষা ও পরীক্ষণ, স্বাস্থ্য ও চিকিৎসা, জনসংখ্যা পরিকল্পপনা, সামাজিক কল্যাণ, শ্রম ও জনশক্তি এবং সাইক্লোন রিকনস্ট্রাকশন। ভিন্নভাবেই এই সকল খাতে বরাদ্দের পরিমাণ নিম্নরূপ:
কৃষি- ১১৫ কোটি টাকা
বন্যানিয়ন্ত্রণ ও পানি সম্পদ- ১৩৬ কোটি টাকা
শিল্প- ১৩৬ কোটি টাকা
প্রাকৃতিক সম্পদ- ১৫ কোটি টাকা
বিদ্যুৎ- ১৩১ কোটি টাকা
বৈজ্ঞানিক ও কারিগরি গবেষণা- ৫ কোটি টাকা
পরিবহন- ১২৫ কোটি টাকা
যােগাযােগ- ৩২ কোটি টাকা
গৃহ নির্মাণ ও ভূমি উন্নয়ন- ৬৪ কোটি টাকা
শিক্ষা ও পরীক্ষণ- ৪৫ কোটি টাকা
স্বাস্থ্য ও চিকিৎসা- ৩৩ কোটি টাকা
জনসংখ্যা পরিকল্পনা -২৫ কোটি টাকা
সামাজিক কল্যাণ- ৪ কোটি টাকা
শ্রম ও জনশক্তি- ৩ কোটি টাকা
সাইক্লোন রিকনস্ট্রাকশন- ৩৫০ কোটি টাকা
গ্রামীণ উন্নয়ন- ৪৬ কোটি টাকা
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৫ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত