You dont have javascript enabled! Please enable it! 1975.06.17 | সরকারী মালিকানাধীন সংবাদপত্র (ব্যবস্থাপনা) অর্ডিন্যান্সের পূর্ণ বিবরণ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

সরকারী মালিকানাধীন সংবাদপত্র (ব্যবস্থাপনা) অর্ডিন্যান্সের পূর্ণ বিবরণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আইন, সংসদবিষয়ক ও বিচার মন্ত্রণালয়ের আইন ও সংসদ বিষয়ক দপতরের ১৩ই জুন, ১৯৭৫এর নােটিফিকেশনের মাধ্যমে ঘােষিত সরকারী মালিকানাধীন সংবাদপত্র (ব্যবস্থাপনা) অডিন্যান্স, ১৯৭৫ তথা ১৯৭৫ এর ৩৪ নং অডিন্যান্সের পূর্ণ পাঠে বলা হয়:
সরকারী মালিকানাধীন সংবাদ পত্রসমূহের ব্যবস্থাপনা ও উন্নয়ন এবং সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠিত কতিপয় কোম্পানী ভাঙ্গিয়া দিবার উদ্দেশ্যে ইহা একটি অধ্যাদেশ। যেহেতু সরকারী মালিকানাধীন সংবাদপুত্রসমুহের ব্যবস্থাপনা ও উন্নয়ন, সরকার কর্তৃক কারবার পরিচালনা করা হইতেছে এইরূপ সংবাদপত্র মুদ্রণ ও প্রকাশনার ব্যবসা পরিচালনার উদ্দেশ্যে গঠিত কতিপয় কোম্পানী ভাঙ্গিয়া দেওয়া এবং তৎসংশ্লিষ্ট আনুষঙ্গিক ব্যাপারে ব্যবস্থা গ্রহণ প্রয়ােজনীয় হইয়া পড়িয়াছে।
এবং যেহেতু সংসদ এখন অধিবেশনে নহে এবং আশু কার্যক্রমের প্রয়ােজনীয়তা। উদ্রেককর পরিস্থিতি বিরাজমান বলিয়া রাষ্ট্রপতি মনে করিতেছেন।
তাই, এক্ষণে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) নং ধারা অনুযায়ী ন্যস্ত ক্ষমতা প্রয়ােগ করিয়া রাষ্ট্রপতি নিম্নোক্ত অডিন্যান্স প্রণয়ন এবং জারি করিতেছেন: ১. সংক্ষিপ্ত নাম: এই অডিন্যান্সকে বলা হইবে সরকারী মালিকানাধীন সংবাদপত্র (বাবস্থাপনা) অডিন্যান্স অডিন্যান্স, ১৯৭৫। সংজ্ঞাসমূহ এই অডিন্যান্সে বিষয়বস্তু ও পরিপ্রেক্ষিতে ব্যতিক্রম কোন কিছু না থাকিলে (ক) বাের্ড বলিতে বুঝাইরে ৩নং ধারার অধীনে গঠিত সরকারী মালিকানাধীন সংবাদপত্রসমূহ ব্যবস্থাপনা বাের্ড, (খ) অবলুপ্ত কোম্পানী বলিতে বুঝাইবে ৫নং ধারার অধীনে যে কোম্পানী গঠিত হইয়াছে। ৩. ব্যবস্থাপনা বাের্ডের গঠন ১. সরকার এই অর্ডিন্যান্সের উদ্দেশ্য পূরণের জন্য সরকারী মালিকানাধীন সংবাদপত্রের
ব্যবস্থাপনা জন্য ব্যবস্থাপনা বাের্ড নামে একটি বাের্ড গঠন করিতে পারিবেন। একজন চেয়ারম্যান এবং সরকারের বিবেচনার উপযুক্ত বলিয়া বিবেচিত সংখ্যক অন্যান্য সদস্য লইয়া বাের্ডটি গঠিত হইবে। ৩. চেয়ারম্যান ও অন্যান্য সদস্য যে শর্তাবলীর অধীনে দায়িত্ব গ্রহণ করিবেন এবং বাের্ডের
বৈঠকের বিধি-পদ্ধতি সরকার কর্তৃক নির্ধারণ করিয়া দেওয়া হইবে। ৪. বাের্ডের কার্যক্রম বাের্ডের কার্যক্রম হইবে—
(ক) সরকারের মালিকানাধীন সংবাদপত্র এবং সরকারের মালিকানাধীন মুদ্রণ ছাপাখানা | সমূহ পরিচালনা উন্নয়ন, প্রসার এবং আধুনিক করা এবং এই সকল সংবাদপত্র | মুদ্রণ ও প্রকাশনার জন্য ঐগুলি ব্যবহার করা।
(খ) সরকার কর্তৃক অনুমােদিত হইলে, স্বীয় ব্যবস্থাপনাধীন সংবাদপত্র ও ছাপাখানা, সংশ্লিষ্ট যেকোন চুক্তি, বা ব্যবস্থা সম্পাদন এবং বাস্তবায়ন করা;
(গ) স্বীয় ব্যবস্থাপনাধীন সংবাদপত্র ও ছাপাখানাগুলির জন্য প্রয়ােজনীয় যে কোন যন্ত্র কলকজা, রক্ষণাবেক্ষণের খুচরা অংশ, কাঁচামাল ও সামগ্রী অথবা অন্য যে কোন প্রয়ােজনীয় দ্রব্যাদি ক্রয়করণ;
(ঘ) সরকারের বিশেষ অনুমােদনক্রমে ব্যবস্থাপনাধীন যে কোন সম্পত্তি জিম্মা রাখিয় ধার গ্রহণ বা অর্থ সংগ্রহ।
(ঙ) বাের্ড কর্তৃক নির্দেশিত অথবা উপরােক্ত কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়ােজনীয় অনুরূপ অনাবিধ কাজ সম্পাদন।
৫. বাের্ড কর্তৃক অনুসৃত নীতি (১) বাের্ড উহার কার্যক্রম সম্পাদনকালে দেশের গণসংযােগ
মাধ্যম এবং গঠনমূলকভাবে জাতীয় প্রগতিশীল ভাবমূর্তি বিদেশে উপস্থাপনের চাহিদা পর্যায়ভাবে পুরণ করিয়া বলিষ্ঠ ব্যবসায়িক ভিত্তিতে, কাজ করিয়া যাইবেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৭ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত