You dont have javascript enabled! Please enable it! 1971.03.23 | পরিষদের সংখ্যালঘু দলের নেতাদের সাথে শেখ মুজিবের বৈঠক  - সংগ্রামের নোটবুক

২৩ মার্চ ১৯৭১ঃ পরিষদের সংখ্যালঘু দলের নেতাদের সাথে শেখ মুজিবের বৈঠক

বিকেলে জাতীয় পশ্চিম পাকিস্তানি পরিষদের সংখ্যালঘু দলের নেতৃবৃন্দ শেখ মুজিবের সঙ্গে তাঁর বাসভবনে এক বৈঠকে মিলিত হন। বৈঠক ৯০ মিনিট ধরে চলে। বৈঠকে কাউন্সিল মুসলিম লীগ প্রধান দৌলতানা, জমিয়তে ওলামায়ে ইসলাম সাধারন সম্পাদক মুফতি মাহমুদ,পাঞ্জাব কাউন্সিল লীগ প্রধান শওকত ও ওয়ালী ন্যাপ প্রধান খান মোহাম্মদ ওয়ালী খান, বেলুচিস্তান ন্যাপের সভাপতি গাউস বক্স বেজেনজো জমিয়তে উলামা পাকিস্তানের প্রধান মওলানা শাহ আহমেদ নুরানী (গতকাল ঢাকা পৌঁছেন)উপস্থিত ছিলেন। বৈঠকে আওয়ামী লীগ নেতা সৈয়দ নজরুল, তাজ উদ্দিন, খন্দকার মোস্তাক, ডঃ কামাল হোসেন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে পশ্চিম পাকিস্তানি নেতৃবৃন্দ অপেক্ষমান সাংবাদিকদের বলেন, আমরা চাই দেশের মঙ্গলের জন্য সবকিছু খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়ে যাক। এ সময় শেখ মুজিব বলেন, আপনারা ভালো কামনা করুন, কিন্তু খারাপের জন্যও প্রস্তুত থাকুন।