You dont have javascript enabled! Please enable it! 1975.06.18 | অতিথি নিয়ন্ত্রণ আদেশ প্রত্যাহার | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

অতিথি নিয়ন্ত্রণ আদেশ প্রত্যাহার

খাদ্যমন্ত্রী জনাব আবদুল মােমিন গতকাল (মঙ্গলবার) বলেন যে, সরকার অতিথি নিয়ন্ত্রণ আদেশ অনতিবিলম্বে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়াছেন।
খাদ্যমন্ত্রী জনাব মােমিন গতকাল তাহার বাসভবনে বাসস প্রতিনিধির নিকট বলেন যে, আভ্যন্তরীণ খাদ্য পরিস্থিতিতে অনুকূল পরিবর্তনের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে।
তিনি উল্লেখ করেন যে, জনকল্যাণের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হইয়াছে।
মন্ত্রী বলেন যে, শুধু চাউলের ক্ষেত্রেই এতদিন অতিথি নিয়ন্ত্রণ আদেশ প্রযােজ্য ছিল। কিন্তু গমের উপর এই নিয়ন্ত্রণ প্রযােজ্য ছিল না।
খাদ্যমন্ত্রী জানান যে, বর্তমানে গম ও চাউলের অবস্থা প্রায় একই ধরনের। বরঞ্চ, চাউলের অবস্থাই কিছুটা ভাল। তাই চাউলের উপর নিয়ন্ত্রণ বহাল রাখা আর প্রয়ােজন করে না।
তিনি বলেন যে, বিশ্বের খাদ্য পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে গম সংগ্রহ ক্রমশ: কঠিন হইয়া উঠিয়াছে। ইহার তুলনার স্থানীয়ভাবে চাউলের উৎপাদন বরঞ্চ ভাল হইয়াছে।
মন্ত্রী অবশ্য খাদ্যের অপচয় না করার জন্য এবং অতিথির সংখ্যা যথাসাধ্য সীমিত রাখার জন্য আবেদন জানান।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৮ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত