বঙ্গবন্ধু সকাশে উপজাতীয় নেতৃবৃন্দ
পার্বত্য চট্টগ্রামের উপ জাতীয় প্রধানগণ আজ সকালে এখানে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাৎ করেন।
আজ যাহারা বঙ্গবন্ধুর সহিত সাক্ষাৎ করেন তাঁহাদের মধ্যে রাজমাতা বিনীতা রায়, রানী আরতি রায়, মাহারাজা এম সেইন, চাকমা প্রধান রাজা দেবাশীষ রায়, বােমা প্রধান রাজা মং সু প্রুএবং চাকমা প্রধানের প্রতিনিধি কুমার সুনীত রায় উপস্থিত ছিলেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১৬ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত