You dont have javascript enabled! Please enable it! 1975.06.12 | বঙ্গবন্ধু সকালে কৃষক লীগ নেতৃবৃন্দ | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

বঙ্গবন্ধু সকালে কৃষক লীগ নেতৃবৃন্দ

জাতীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মি: ফণি মজুমদারের নেতৃত্বে কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ গতকাল (বুধবার) গণভবনে প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহিত সাক্ষাৎ করেন ও তাঁহাকে মালাভূষিত করেন। বঙ্গবন্ধু কৃষকলীগ সদস্যদের উদ্দেশ্যে কিছু নিদের্শনাবলী প্রদান করেন।
সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের সেক্রেটারী জেনারেল জনাব এম মনসুর আলী এবং সেক্রেটারী জনাব জিল্লুর রহমান ও আবদুর রাজ্জাক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য গাজী গােলাম মােস্তাফা উপস্থিত ছিলেন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ১২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত