জাতীয় দলের গঠনতন্ত্রের প্রতি অভিনন্দন অব্যাহত
প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘােষিত জাতীয় দলের গঠনতন্ত্রের প্রতি সারা দেশের সমাজের বিভিন্ন স্তরের জনগণের অভিনন্দন জানান অব্যাহত রহিয়াছে। অভিনন্দন জ্ঞাপনকারীরা বঙ্গবন্ধুর ঘােষিত জাতীয় দলের গঠনতন্ত্রের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং তাহার দ্বিতীয় বিপ্লবের কর্মসূচীকে সফল করিয়া তােলার শপথ গ্রহণ করেন।
যশাের: এখানকার সমাজের সর্বস্তরের জনগণ বঙ্গবন্ধুর জাতীয় দলের গঠনতন্ত্র ঘােষণাকে স্বাগত জানাইয়াছেন। এই উপলক্ষে গত শনিবার সকালে পুরুষ এবং মহিলাদের এক মিছিল শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলকারীরা জাতীয় দলের গঠনতন্ত্র এবং বিভিন্ন কমিটিকেও অভিনন্দন জ্ঞাপন করেন। পরে মিছিলকারীরা স্থানীয় টাউন হলে এক আলােচনাসভায় মিলিত হন। আলােচনায় সকল বক্তা ‘সােনার বাংলা’ গঠনে বঙ্গবন্ধুর গতিশীল নেতৃত্বে কাজ করিয়া যাওয়ার শপথ গ্রহণ করেন।
চট্টগ্রাম: চট্টগ্রামের ৬ জন সাংবাদিক জাতীয় দলের নবঘােষিত গঠনতন্ত্রকে অভিনন্দন জ্ঞাপন করেন। এই উপলক্ষে প্রদত্ত বিবৃতিতে সাংবাদিকগণ বলেন যে, বঙ্গবন্ধুর ঘােষিত জাতীয় দলের গঠনতন্ত্র শুধু একটি জাতীয় দলের পথ প্রদর্শনই করিবে না উহা দ্বিতীয় বিপ্লবের কর্মসূচী বাস্তবায়নেরও সহায়ক হইবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত