গােমতীর পানি বিপদ সীমার উর্ধ্বে
কুমিল্লায় গােমতী নদীর পানি গতকাল (সােমবার) বিপদসীমা অতিক্রম করিয়াছে। গত সােমবার চিরিঙ্গায় মাতামুহুরী নদীর পানি বিপদসীমার প্রায় কাছাকাছি ছিল।
বন্যা তথ্যাকেন্দ্রের সর্বশেষ পরিবেশিত রিপাের্টের বরাত দিয়া ‘এনা জানান, গােমতীর পানির উচ্চতা ছিল ৩৬ দশমিক ৯১ ফুট। ঐ নদীর বিপদসীমা ৩৬ দশমিক ৫০ ফুটে। মাতামুহুরী নদীর বিপদসীমা ১৬ ফুটে। গতপরশু ঐ নদীর পানির উচ্চতা ছিল ১৫ দশমিক ৯০ ফুট।
দেশের অন্যান্য প্রধান নদীর পানির উচ্চতা বিপদসীমার নীচে রহিয়াছে। তবে চাঁদপুরের নিকটে মেঘনা, গােয়ালন্দের নিকটে পল্লা এবং ময়মনসিংহের নিকটে পুরাতন ব্রহ্মপুত্র নদীর পানি ধীরে ধীরে বাড়িতেছে। সিরাজগঞ্জের নিকটে যমুনার পানির উচ্চতা কমিতেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১০ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত