অর্থমন্ত্রীর প্যারিস যাত্রা
আগামী বাজেট হইবে বাস্তবমুখী
আই.এম.এফ-এর অধিবেশনে যােগদানের মল্লিক গতকাল (মঙ্গলবার) প্যারিস যাত্রা করিয়াছেন। আগামী ৭ই জুন এই বৈঠক শুরু হইবে।
বিমান বন্দরে সাংবাদিকদের সহিত আলােচনাকালে অর্থমন্ত্রী বলেন যে, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে যে বাজেট পেশ করা হইবে উহা বাস্তবমুখী হইবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, চলতি আর্থিক বৎসরের রাজস্ব আদায়ের পরিমাণ অত্যন্ত সন্তোষজনক। কোনাে কোনাে ক্ষেত্রে এই আদায়ের পরিমাণ আশাতিরিক্ত হইয়াছে। আই.এম. এফ-এর অধিবেশন সম্পর্কে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এই অধিবেশনে উন্নয়নশীল দেশসমূহের জন্য একটি স্পেশাল অর্থনৈতিক ট্রাস্ট গঠন, অর্থনৈতিক সহযােগিতার কোটা নির্ধারণ এবং সদস্য দেশসমূহের মধ্যে জ্বালানির সুযােগ প্রভৃতি আলাপ আলােচনা এবং অন্যান্য সুপারিশ ছাড়াও উন্নত দেশ কর্তৃক উন্নয়নশীল দেশের জন্য সাহায্য এবং ঋণ প্রদান সম্পর্কে ফাণ্ডের বিভিন্ন কমিটির সুপারিশ লইয়া আলােচনা করা হইবে।
প্যারিস যাওয়ার পথে অর্থমন্ত্রী প্রায় ১৪ ঘণ্টার জন্য দিল্লীতে অবস্থান করিবেন। দিল্লীতে তিনি শ্রীলঙ্কা এবং ভারতের অর্থমন্ত্রীদ্বয়ের সহিত আলােচনায় বসিবেন। আই,এম, এফ-এর বৈঠকে এই একই জোন হিসাবে তিন দেশের স্বার্থ এবং সুযােগ কিভাবে অর্জন করা যায় কিংবা সংরক্ষিত থাকিতে পারে সেই ব্যাপারে তাঁহারা আলাপ-আলােচনা চালাইবেন।
অর্থমন্ত্রী লন্তনেও ২ দিন অবস্থান করিবেন।
উল্লেখযােগ্য যে, অর্থসচিব জনাব কফিলউদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্ণর জনাব এ. কে. এন. আহমদ অর্থমন্ত্রীর সহিত আই. এম. এফ-এর বৈঠকে যােগ দিবেন।
আগামী ১৫ই জুন অর্থমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন করিবেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ৪ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত