বাংলাদেশের জন্য ইউনিসেফের ৯৩ লক্ষ ৬০ হাজার ডলার বরাদ্দ
ইউনিসেফ বাংলাদেশের জন্য ৯৩ লক্ষ ৬০ হাজার ডলার মঞ্জুর করিয়াছে। এখানে ইউনিসেফের আঞ্চলিক অফিসের এক বিবৃতিতে বলা হয় যে, ১৯৭৫ হইতে ১৯৭৮ সালের মেয়াদের জন্য এই অর্থ বরাদ্দ করা হইয়াছে।
বিবৃতিতে বলা হয়: আজ ইউনিসেফের কার্যাকরী বাের্ডের এক সভায় চার বৎসরের মেয়াদে বাংলাদেশের জন্য উক্ত অর্থ দেওয়া হয়। আগামী চার বৎসরে এত অধিক অর্থ আর কোনাে দেশকে দেওয়া হয় নাই।’
বাংলাদেশের শিশু ও শিক্ষা কর্মসূচীর জন্য আরও অতিরিক্ত ৭১ লক্ষ ডলার সংগ্রহের জন্যও ইউনিসেফ আবেদন জানাইয়াছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক, ১ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত