You dont have javascript enabled! Please enable it! 1975.06.02 | কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা

আন্তর্জাতিক শিশু-দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় আয়ােজিত আলােচনাসভায় প্রধান অতিথির ভাষণে তথ্য ও বেতার মন্ত্রী জনাব এম, কোরবান আলী বলেন, যেখানে যুদ্ধ বিগ্রহ, মহামারী, সেখানেই ঘটে লক্ষ শিশুর অপমৃত্যু। তাই বিশ্বে যুদ্ধ বিগ্রহ মহামারী চিরতরে বন্ধ করিতে হইবে।
বেগম সুফিয়া কামালের সভানেত্রীত্বে আয়ােজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পরিচালক জনাব রােকনুজ্জামান খান (দাদাভাই), উপদেষ্টা ড. আবদুল্লাহ আল মুতী শরফুদ্দীন, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ সদস্য শেখ শহীদুল ইসলাম ও কেন্দ্রীয় কচি কাঁচার মেলার কর্মীভাই লুৎফর রহমান লিটন।
অনুষ্ঠানে ভাষণদান প্রসঙ্গে তথ্য ও বেতারমন্ত্রী আরও বলেন, আমরা চাই শান্তি-আর সেই আকাঙ্ক্ষিত শান্তিময় সমাজ ভাবী নাগরিক শিশুরাই সুপ্রতিষ্ঠিত করিবে।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত