You dont have javascript enabled! Please enable it! 1975.06.02 | নির্ভীকতার আদর্শ সমুন্নত রাখাই মানিক মিয়ার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন | দৈনিক ইত্তেফাক - সংগ্রামের নোটবুক

নির্ভীকতার আদর্শ সমুন্নত রাখাই মানিক মিয়ার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন

মরহুম তফাজ্জল হােসেন মানিক মিয়ার … মানিক মিয়ার প্রতি যথার্থ শ্রদ্ধা নিবেদন করিতে হইলে নির্ভীকতার আদর্শকে সমুন্নত রাখিতে হইবে। সত্যনিষ্ঠ নির্ভীক সাংবাদিক হিসাবে তিনি যে পথ দেখাইতেছেন সেই পথ অনুসরণ করিতে হইবে।
গতকাল (রবিবার মরহুম তফাজ্জল হােসেন (মানিক মিয়া) ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন আলােচনা অনুষ্ঠানে সুধীমণ্ডলী উপরােক্ত অভিমত প্রকাশ করেন।
বাংলাদেশ প্রথম শ্রমিক আওয়ামী লীগের উদ্যোগে সন্ধ্যায় বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে আয়ােজিত আলােচনাসভার ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বলেন, মানিক মিয়া বিশ্বাস করিতেন আঘাতকে প্রতিহত করা ও বাধাকে দূর করার শক্তি মানুষের মধ্যেই নিহিত।
জাতীয় প্রেসক্লাবে আয়ােজিত আলােচনাসভার বক্তাবৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নির্ভীকভাবে সত্য প্রকাশের উপর গুরুত্ব আরােপ করেন। ছাত্রলীগ-ছাত্র ইউনিয়ন আয়ােজিত আলােচনা অনুষ্ঠানে সুধীমণ্ডলী মানিক মিয়ার নির্দেশিত পথ অনুসরণের জন্য সাংবাদিক সমাজের প্রতি আহ্বান জানান।
মানিক মিয়ার ষষ্ঠ মৃত্যু বার্ষিকী রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যথাযােগ্য মর্যাদার সহিত পালন করা হয়। -প্রত্যুষে মরহুমের মাজারে পুষ্পমাল্য অর্পণ, কোরানখানি, মিলাদ মাহফিল, মােনাজাত, মরহুমের ধানমণ্ডিস্থ বাসভবনে কোরানখানি, মিলাদ, মােনাজাত ও কাঙ্গালী ভােজ এবং কাকরাইলস্থ বাসভবনে কোরানখানি অনুষ্ঠিত হয়। প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী এম, মনসুর আলী সহ মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং মরহুমের অসংখ্য শুভানুধ্যায়ী তাঁহার ধানমণ্ডিস্থ বাসভবনে গমন করেন।
গতকাল (রবিবার) মরহুম তফাজ্জল হােসেন মানিক মিয়ার ৬৪ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা সমিতি মিলনায়তনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের আয়ােজিত আলােচনাসভার প্রধান অতিথির ভাষণে ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম বলেন যে, মরহুম মানিক মিয়ার চিন্তাধারা যুগ যুগ ধরিয়া বাঙ্গালী জাতিকে প্রেরণা যােগাইবে।
বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগের নেতা জনাব জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বন্যা নিয়ন্ত্রণ ও পানি সম্পদ দফতরের মন্ত্রী জনাব আবদুর রব সেরনিয়াবত, স্বাস্থ্য, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবারপরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান, জাতীয় সংসদের চীফ হুইপ শাহ মােয়াজ্জেম হােসেন, বাকশাল নেতা জনাব মােস্তফা সারােয়ার, বাংলাদেশ অবজারভার সম্পাদক জনাব ওবায়েদুল হক ও দৈনিক পূর্বদেশ সম্পাদক জনাব এহতেশাম হায়দার চৌধুরী।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ জুন ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত