সুইডেন সাড়ে ৩২ কোটি টাকা সাহায্য দিচ্ছে
শিল্প কাঁচা মাল, সার, মণ্ড, তৈলবীজ ও অন্যান্য প্রয়ােজনীয় দ্রব্য আমদানীর জন্যে সুইডেন বাংলাদেশকে দশ কোটি ক্ৰনর (প্রায় সাড়ে ৩২ কোটি টাকা) সাহায্য দিচ্ছে।
আগামী অর্থ বছরে এই টাকা ব্যবহার করা হবে। গতকাল মঙ্গলবার দুই দেশের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই সাহায্যের কিছু অংশ সুইডেনের সাহায্যে নির্মাণাধীন কয়েকটি প্রকল্পে ব্যবহার করা হবে।
সূত্র: বাংলার বাণী, ২৮ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত