যৌথ প্রকল্পে সাহায্যের প্রশ্ন বিবেচিত হবে
যুগােশ্লাভিয়া বাংলাদেশের শিল্প বিদ্যুৎ ও পর্যটক ক্ষেত্রে কয়েকটি প্রস্তাবিত নতুন ও যৌথ প্রকল্পে অর্থনৈতিক সাহায্য দানের বিষয় বিবেচনা করতে রাজি হয়েছে।
বাংলাদেশ-যুগােশ্লাভিয়া যৌথ কমিশনের সাত দিন ব্যাপী বৈঠক শেষে গতকাল মঙ্গলবার প্রকাশিত এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আলােচনা বৈঠকে বাণিজ্যমন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ বাংলাদেশ প্রতিনিধিদলের এবং মি: স্টোজান এনডভ যুগােশ্লাভিয়া প্রতিনিধিদলের নেতত্ব করেন।
যুগােশ্লাভিয়া প্রতিনিধি দল যুগােশ্লাভিয়ার সাহায্যে নির্মাণাধীন চট্টগ্রাম ড্রাইডকের জন্যে অতিরিক্ত সাহায্য দানের বিষয়টি অনুকূল বিবেচনার আশ্বাস দিয়েছেন।
যে সব প্রস্তাবিত প্রকল্পে যুগােশ্লাভিয়া বিবেচনা করতে রাজী হয়েছে সেগুলির মধ্যে রয়েছে—পল্লী বিদ্যুতায়ন কর্মসূচি ছাপার কালি কারখানা, খাদ্য ও ফল প্রসেস করার কারখানা, কক্সবাজারে হােটেল নির্মাণ।
ঢাকায় অনুষ্ঠিত যৌথ কমিশনের এই প্রথম বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বহু বিষয় নিয়ে আলাপ আলােচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ ও শিল্প প্রকল্প, বাণিজ্য, বৈজ্ঞানিক ও কারিগরী সহযােগিতা ও রাজনৈতিক বিষয় আলােচনা করার জন্যে চারটি কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বাণিজ্যিক সহযােগিতার ক্ষেত্রে বাংলাদেশ ও যুগােশ্লাভিয়া আগের বাণিজ্য চুক্তিগুলাে পর্যালােচনা করেছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি করতে সম্মত বর্তমানে যে বিনিময় বাণিজ্য চুক্তি রয়েছে তা দুই দেশই অব্যাহত রাখতে রাজি হয়েছে।
দুই দেশের মধ্যে বৈজ্ঞানিক ও কারিগরী সহযােগিতার প্রশ্নে বাংলাদেশ আশা প্রকাশ করেছে। যে, প্রকল্পের ক্ষেত্রে বিশেষ করে জাহাজ নির্মাণ, প্রকৌশল ও পর্যটনের ক্ষেত্রে এই সহযােগিতা বৃদ্ধি পাবে।
যৌথ কমিশনের বৈঠকে উভয়পক্ষ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলাপ করেছে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় পর্যবেক্ষণ করে বলা হয়েছে। প্রধান সমস্যাবলি সম্পর্কে উভয়পক্ষের | সার্বক্ষেত্রে মিল দেখা গেছে। তারা আন্তর্জাতিক ফোরামে পূর্ণ সহযােগিতা অব্যাহত রাখার ইচ্ছা প্রকাশ করেছে। বৈঠকে আসন্ন জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন ও উপমহাদেশের পরিস্থিতি নিয়ে আলােচনা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের উপকূলে তেল অনুসন্ধান ও বিমান চলাচলের ক্ষেত্রে সম্ভাব্য সহযােগিতাসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলােচনা হয়েছে।
যৌথ কমিশনের পরবর্তী বৈঠক আগামী বছর যুগােশ্লাভিয়ায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশে অবস্থানকালে যুগােশ্লাভিয়ার প্রতিনিধিদল বাংলাদেশের সাথে বৈজ্ঞানিক ও কারিগরী এবং শিক্ষা ও সাংস্কৃতিক সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর করেছে।
২১শে মে থেকে ..মে পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালে মি: স্টোজান এর নেতৃত্বে যুগােশ্লাভিয়ার অর্থনৈতিক প্রতিনিধিদল যৌথ কমিশনের বৈঠকে যােগদান করেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করেন এবং চট্টগ্রাম ও কক্সবাজার পরিদর্শন করেন।
সূত্র: বাংলার বাণী, ২৮ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত