ঘূর্ণিঝড় পূর্বাভাস প্রকল্পের কাজ এগিয়ে চলেছে
৭ কোটি টাকা ব্যয়ে নির্মিয়মান ঘূর্ণিঝড় পূর্বাভাস প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ১৯৭৬ সনের শেষ নাগাদ প্রকল্পের কাজ সমাপ্ত হবে।
সরকারী সূত্র বাসসকে জানিয়েছে যে, বিশ্ব ব্যাঙ্কের সাহায্যে দেশের দক্ষিণাঞ্চলের জনগণের জন্যে ঐ প্রকল্পটি বাস্তবায়িত করা হবে। উপকূল ও উপকূলীয় দ্বীপাঞ্চলের জনগণকে ঘূর্ণিঝড় ও আবহাওয়া সম্পর্কে অবগতি করানাের ব্যাপারে প্রকল্পটি বেশ সহায়ক হবে।
এই প্রকল্পের অধীনে থাকবে বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ও খুলনা জেলা।
সূত্র: বাংলার বাণী, ২৩ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত