বঙ্গবন্ধু সকাশে যুগােশ্লাভ প্রতিনিধিদ
বাংলাদেশ সফররত যুগােশ্লাভিয়া অর্থনৈতিক প্রতি যুগােশ্লাভ অর্থনৈতিক প্রতিনিধিদলের সদস্যরা গতকাল সকালের দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী জনাব এম মনসুর আলীর সঙ্গে সাক্ষাৎ করে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলােচনায় অংশ নেন। বেলগ্রেডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব রশিদ আহমদ ও ঢাকার নিযুক্ত যুগােশ্লাভিয়ার রাষ্ট্রদূত মিঃ ডি, জেন কোস্টক এই সাক্ষাতকারে উপস্থিত ছিলেন।
সূত্র: বাংলার বাণী, ২৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত