খাদ্যমন্ত্রীর হুশিয়ারী
জনাব মােমিন বলেন যে, নতুন সমাজ ব্যবস্থায় বঙ্গবন্ধুর সরকার কৃষকদের অবস্থার পরিবর্তন করতে দৃঢ় প্রতিজ্ঞ। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্যে তিনি সকলকে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হয়ে কাজ করে যাওয়ার আহ্বান জানান।
পূর্বাহ্নে তিনি ইরি প্রকল্পের সেচ ব্যবস্থা পরিদর্শন করেন। এই ব্যবস্থা পুরানাে পদ্ধতিতে কূপ খনন করে চালানাে হয়। সরকারী সাহায্যের অপেক্ষা না করেই এখানকার কৃষকরা এই ব্যবস্থায় ফসল উৎপাদন করেন। নওগাঁ মহকুমায় ৩০ হাজার আড়াইশ’ কূপের সাহায্যে প্রায় ৩০ হাজার বিঘা জমিতে প্রায় সাড়ে ৪ লাখ মণ ইরিধান উৎপাদিত হবে, যার মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
এই পদ্ধতিতে ইরি উৎপাদনের ব্যয় দাঁড়ায় মজুরীবাদে বিঘা প্রতি ৫শ টাকা। কৃষকরা নিজেরাই কাজ করেন বলে মজুরী ধরা হয় না।
এই পদ্ধতিকে পার্শ্ববর্তী এলাকাতেও চালু করার জন্যে মন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান।
সূত্র: বাংলার বাণী, ২১ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত