You dont have javascript enabled! Please enable it! 1975.05.22 | দিনাজপুরে ১৬ মাসে ২৬০ জন খুন | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

দিনাজপুরে ১৬ মাসে ২৬০ জন খুন

বিগত ১৬ মাসে দিনাজপুর জেলায় মােট ২৬০ ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি দু’দিনে ১ ব্যক্তি মারা গেছেন।
দিনাজপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে যে, দিনাজপুর সদর মহকুমায় ১৯৭৪ সালে ১৩০ জনের এবং ১৯৭৫ সালের ১৪ই মে পর্যন্ত সাড়ে চার মাসে ৩৮ জনের ময়না তদন্ত হয়েছে। অর্থাৎ ১৬ মাসে সদর মহকুমায় ১৬৮টি লাশের ময়না তদন্ত হয়েছে। এরমধ্যে ১৬০ জনই বিভিন্ন পন্থায় খুন হয়েছেন। বাকী ৮ জন আত্মহত্যা করেন। উক্ত সময় ঠাকুরগাঁ মহকুমায় ১২ জনের পােস্ট মর্টম হয়েছে। যার মধ্যে ৯০টি হচ্ছে হত্যা সংক্রান্ত।
উপরােক্ত তথ্যে জানা যায় যে, প্রতি ২ দিনে ১ ব্যক্তি দুস্কৃতিককারী কর্তৃক আক্রান্ত হয়ে নিহত হয়েছেন। তবে তুলনামূলকভাবে ১৯৭৪ সালের চাইতে এ বছর হত্যার সংখ্যা অনেক হ্রাস পেয়েছে।

সূত্র: বাংলার বাণী, ২২ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত