You dont have javascript enabled! Please enable it! 1975.05.20 | পুঁজি বিনিয়ােগ বাের্ডের সভা অনুষ্ঠিত | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

পুঁজি বিনিয়ােগ বাের্ডের সভা অনুষ্ঠিত

শিল্পমন্ত্রী জনাব এ, এইচ এম কামরুজ্জামানের সভাপতিত্বে গতকাল বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত পুঁজি বিনিয়ােগ বাের্ডের ষষ্ঠদশ অধিবেশনে বিদ্যমান দু’টি ঔষধ প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের আধুনিকীকরণ ও সামঞ্জস্য বিধানের অনুমতি দেওয়া হয়।
এছাড়া একটি প্রতিষ্ঠানের সঙ্গে তৃতীয় পক্ষ সহযােগিতার মেয়াদ সম্প্রসারণের প্রস্তাব, একটি তালা প্রস্তুতকারী প্রতিষ্ঠান, একটি ফিল্ম প্রসেসিং ল্যাবরেটরী ও স্বাধীনতার পূর্বে ল্যাবরেটরী ও স্বাধীনতার পূর্বে ঋণ মঞ্জুরীকৃত একটি সিনেমা হলকে শিল্প ব্যাংক কর্তৃক পুন: ঋণ প্রদানের প্রস্তাবও অনুমােদিত হয়।
অধিবেশনে শিল্প বিভাগ, বন, মৎস্য ও পশুপালন বিভাগের সচিবগণ, বাংলাদেশ ক্ষুদ্র শিল্প সংস্থার চেয়ারম্যান, শিল্প …ও শিল্প ঋণ সংস্থার প্রধান এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলার বাণী, ২০ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত