সমাজতান্ত্রিক দেশের সাথে আমাদের মৈত্রী আরাে জোরদার হবে
শিল্পমন্ত্রী জনাব এ, এইচ, এম, কামরুজ্জামান বলেছেন, আগামী বছরগুলােতে সমাজতান্ত্রিক দেশসমূহের সঙ্গে বাংলাদেশের মৈত্রীর বন্ধন আরাে দৃঢ় হবে।
হিটলারী ফ্যাসিবাদের পরাজয়ের ৩০ তম বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক দেশগুলাের ঢাকাস্থ দূতাবাস সমূহের উদ্যোগে আয়ােজিত ৮ দিনব্যাপী এক চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে শিল্পমন্ত্রী জনাব কামরুজ্জামান একথা বলেন।
জনাব জামান সমাজতান্ত্রিক আদর্শের উপর বাংলাদেশের আস্থার কথা পুনরায় উল্লেখ করে বলেন যে আমরা সর্বদাই সমাজতান্ত্রিক দেশের ভ্রাতৃসুলভ জনগণের উন্নতি ও অগ্রগতি কামনা করে এসেছি।
চারু ও কারুকলা মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত এই চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সােভিয়েত রাষ্ট্রদূত মি: আঁদ্রে ফ্লোমিন।
ফ্যাসিবাদের বিরুদ্ধে মানবতার জয়ের কথা উল্লেখ করে জনাব জামান বলেন, বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে আলাপ-আলােচনার মাধ্যমেই যে কোন আন্তর্জাতিক সমস্যার সমাধান করা সকলের জন্যই মঙ্গলজনক। তিনি বলেন, হুমকি ও শক্তি দিয়ে কোন সমস্যার সমাধান হতে পারে না।
সূত্র: বাংলার বাণী, ১৮ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত