প্রত্নতত্ত্ব সমৃদ্ধ রামকোট আজ বিস্মৃতির পথে
শতাব্দীর প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শনাদীর অপূর্ব স্মৃতি বহনকারী রামকোট আজ বিস্তৃতির অতল তলে তলিয়ে যাচ্ছে। মুছে যাচ্ছে যুগান্তরের ঐতিহাসিক স্বাক্ষর।
রামকোট রামু থানার প্রাচীন কীর্তি সমৃদ্ধ একটি বনাঞ্চলের নাম। কতাে যুগের কতাে কালের পুরাকীর্তি বুকে নিয়ে শুয়ে আছে রামকোট। কতাে শক্তি..সম্রাটের দাপট ও দাম্ভিকতা তার নিপ্রভ প্রাণে আনে শিহরন। শত সহস্র দেশী বিদেশী পরিব্রাজকের পদচিহ্নে সগর্বতায় দৃপ্ত তার জীবন। ইতিহাসের অনুপম স্মৃতি বহনকারী ও রামকোট আজ বিলুপ্তির শংকায় শংকিত।
জানা গেছে রামকোট বনাশ্রম এলাকা ইদানীং সংরক্ষিত বন বিভাগ দখল করে নিচ্ছে অথচ উপযুক্ত উদ্যোগ নিয়ে উক্ত এলাকায় প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানাে হলে যে সব পুরাকীর্তির নিদর্শন পাওয়া যাবে তাতে সমগ্র চট্টগ্রাম তথা বাংলাদেশের ইতিহাসে বহু বিস্মৃতি তথ্য সংগৃহীত হবে।
রামাকোটে প্রাচীন বৌদ্ধ বিহার, রাজ প্রাসাদ, রাণীদের স্নানাগার, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদির ধ্বংসাবশেষ আজো অনুসন্ধিৎসু মনে কৌতূহল জাগায়।
সূত্র: বাংলার বাণী, ১৫ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত