সুইডেন ২০ কোটি টাকার পণ্য সাহায্য দেবে
আগামী অর্থ বছরের জন্যে সুইডেন বাংলাদেশকে আড়াই কোটি ডলার (প্রায় ২০ কোটি টাকা) পণ্য সাহায্য দেবে। আগামী সপ্তাহে এ সম্পর্কে দুই দেশের মধ্যে চুক্তি সম্পাদিত হবে বলে আশা করা যায়।
সুইডেনের এই পণ্য সাহায্যের অধীনে সার, তেল বীজ ও বিভিন্ন ধরনের শিল্প কাঁচামাল আমদানী করা হবে। এই সাহায্যের একটি অংশ জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচী ও নলকূপ প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হবে।
সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পাঁচ সদস্যের যে প্রতিনিধিদল ঢাকা এসেছেন, তারা সাহায্য সম্পর্কে বাংলাদেশের কর্তৃপক্ষের সাথে আলাপ-আলােচনা শেষ করেছেন।
সূত্র: বাংলার বাণী, ১৬ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত