বঙ্গবন্ধুর জন্যে বাদশাহ খালেদের শুভেচ্ছা
বাদশাহ ফয়সলের মৃত্যুতে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রেরিত শােকবাণীর জন্যে সৌদী বাদশাহ খালেদ সন্তোষ প্রকাশ করেছেন। বাণীটি পররাষ্ট্র মন্ত্রী ড. কামাল হােসেন গত শনিবার তার হাতে অর্পণ করেন।
এনা পরিবেশিত খবরে বলা হয়, বাদশাহ খালেদ বঙ্গবন্ধুকে তাঁর ব্যক্তিগত শুভেচ্ছা জানানাের জন্যে পররাষ্ট্র মন্ত্রীকে অনুরােধ করেছেন।
বঙ্গবন্ধুর বাণীটি বাদশাহ খালেদের হাতে প্রদান করে তাঁকে অবহিত করেন যে, মহান বাদশাহর মৃত্যুতে বাংলাদেশে শােক দিবস পালন করা হয় এবং জাতীয় পতাকা অর্ধ নমিত রাখা হয়। এ ছাড়া দেশব্যাপী মসজিদে মসজিদে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা। হয়।
বাণীতে উল্লেখ করা হয়, আরব ও মুসলিম বিশ্বের জন্যে পরলােকগত বাদশাহ যে অমূল্য অবদান রেখে গেছেন তার জন্যে বাংলাদেশ সরকার ও জনগণ গভীর শ্রদ্ধা পােষণ করে। বাদশা খালেদের সিংহাসনারােহণে বঙ্গবন্ধুর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী তাকে ভ্রাতৃপ্রতিম শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
ড. কামাল হােসেন আলােচনায় সাম্প্রতিক আন্তর্জাতিক উন্নয়ন সম্পর্কে উল্লেখ করেন। আরব ভাইদের ন্যায়সংগত অধিকারে বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথাও পুনরুল্লেখ করা হয়।
সূত্র: বাংলার বাণী, ১৩ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত