খাদ্য সংগ্রহ অভিযান সফল করুন
খাদ্য ত্রাণ ও পুনবার্সনমন্ত্রী জনাব আবদুল মুমিন সরকারের ইরি-বােরাে ধান সংগ্রহ অভিযানকে সাফল্য মণ্ডিত করার জন্যে জনগণের প্রতি আবেদন জানিয়েছেন। খবর এনার।
খাদ্যমন্ত্রী আজ মল্লিকপুর, মেহেরপুর ও কলমাকান্দায় ধান সংগ্রহ কেন্দ্রগুলাে পরিদর্শন করছিলেন। সংগ্রহ অভিযানের অগ্রগতি স্বচক্ষে দেখার জন্যে মন্ত্রী আজ হেলিকপ্টারে করে প্রতিটি কেন্দ্রে যান। প্রতিটি কেন্দ্রেই জনসমাবেশে বক্তৃতাদানকালে মন্ত্রী ধান-চাল সংগ্রহের উদ্দেশ্যবলী ব্যাখ্যা করে বলেন যে, দেশে খাদ্য ঘাটতি দেখা দিলে ঐ ধান চাল থেকে তা পূরণ করা হবে।
মন্ত্রী ব্যবসায়ী সম্প্রদায়কে মুনাফার বদমতলব ত্যাগ করতে বলেন এবং সতর্কবাণী উচ্চারণ করে বলেন যে, জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে কাউকে ব্যবসা করতে দেওয়া যাবে না। সততার সাথে ব্যবসা করার জন্যে তিনি তাদের প্রতি আহ্বান জানান। অপরাহ্নে মন্ত্রী ঢাকা ফিরে এসেছেন।
সূত্র: বাংলার বাণী, ১৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত