You dont have javascript enabled! Please enable it! 1975.05.14 | আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সম্মেলনে আবু সাঈদ চৌধুরী- খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ না নিলে বহু লােক মারা যাবে | বাংলার বাণী - সংগ্রামের নোটবুক

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সম্মেলনে আবু সাঈদ চৌধুরী
খাদ্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগ না নিলে বহু লােক মারা যাবে

বিচারপতি জনাব আবু সাঈদ চৌধুরী বলেছেন, দুনিয়া ব্যাপী খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্যে এই মুহূর্তে পদক্ষেপ গ্রহণ না করলে বহু মানুষ অনাহারে মারা যাবেন।
বাসস জানিয়েছেন বিচারপতি চৌধুরী এখানে দু’দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সম্মেলনে বক্তৃতা দানকালে একথা বলেন। জাতিসংঘ মহাসচিব ড. কুর্ট ওয়ার্ল্ডহেইম সম্প্রতি এই সম্মেলন উদ্বোধন করেন। বিচারপতি জনাব আবু সাইদ চৌধুরী এই সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব করেন। বাংলাদেশ প্রতিনিধিদলের অন্য সদস্য হচ্ছেন রােমে নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য এফেয়ার্স জনাব সালাহউদ্দিন আহমেদ।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন কাণ্ডে উন্নত ও উন্নয়নকামী দেশের বিশেষ করে ওপেকভুক্ত দেশগুলাের চাদাদল প্রশ্নে সকলের পক্ষে গ্রহণযােগ্য একটি ভিত্তি খুঁজে বার করার উদ্দেশ্যে তহবিলের চলতি অধিবেশনের আহ্বান করা হয়।
১৯৭৬ সালের জানুয়ারী থেকে এই তহবিল চালু হবার কথা। মূলত: খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য এই তহবিল কৃষি উন্নয়নে আর্থিক ও কারিগরি সহায়তা দান করবে।
গত দু’বছরে কয়েক লাখ মানুষ অনাহারে মারা গেছেন, এই মর্মে জাতিসংঘ মহাসচিব যে মন্তব্য করেছেন, সে প্রশ্নে বিচারপতি চৌধুরী বলেন, খাদ্য উৎপাদনের পরিমাণ উল্লেখযােগ্য হারে বৃদ্ধি না করলে এই দুঃখজনক পরিস্থিতির অবসান হবে না এবং হাজার হাজার মানুষ এখনও পুষ্টিহীনতা ক্ষুধার সম্মুখীন।

সূত্র: বাংলার বাণী, ১৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত