পল্লী উন্নয়নে সমবায়ীদের দায়িত্ব নিতে হবে
কৃষিমন্ত্রী জনাব আব্দুস সামাদ আজাদ বলেছেন, সমবায়ীদের সাহায্য ও সহযােগিতার মাধ্যমে দেশে সমাজতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে।
বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিনের সভায় কৃষি মন্ত্রী জনাব আবদুস সামাদ আজাদ ভাষণ দিচ্ছিলেন। জনাব আজাদ বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের দায়িত্ব সমবায়ীদেরকেই নিতে হবে। দারিদ্র দূর করতে না পারলে কোনাে সমস্যার সমাধানই সম্ভব নয় বলে জনাব আজাদ মত প্রকাশ করেন। কৃষিমন্ত্রী আরাে বলেন, পল্লীকে শিল্পায়িত ও কৃষিক্ষেত্রে উন্নত করার ব্যাপারে সমবায়ীদেরকেই মূল নেতৃত্ব নিতে হবে। দেশকে অর্থনৈতিক স্বনির্ভর ও বেকার সমস্যা দূর করার দায়িত্বও সমবায়ের বলে জনাব আজাদ উল্লেখ করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি জনাব শামসুল হক। এছাড়াও বক্তৃতা করেন সংসদ সদস্য রাশেদ মােশাররফ, সংসদ সদস্য জনাব আবুল কালাম মজুমদার।
কৃষিমন্ত্রী জনাব আব্দুস সামাদ আজাদ বলেন, সমবায় সংস্থাগুলােকে উৎপাদন বৃদ্ধির দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, জন্মের হার কমিয়ে অপ্রয়ােজনীয় জনশক্তি হ্রাস করার দায়িত্ব ও সমবায়কে নিতে হবে। সমবায় সংস্থাগুলােকে গভীর নলকূপ, পাওয়ার পাম্প ও উৎপাদনের প্রয়ােজনীয় সমস্ত জিনিষপত্র দেওয়ার নিশ্চয়তা দিয়ে জনাব আজাদ বলেন, তবে সমবায় সমিতি থেকে অসৎ লােকদের বের করে দিতে হবে। পাম্পগুলােকে সংরক্ষণের ব্যাপারে সমবায়ের সদস্যদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জনাব সামাদ উল্লেখ করেন।
সূত্র: বাংলার বাণী, ১৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত