জনসংখ্যা নিয়ন্ত্রণ দ্বিতীয় বিপ্লবের অন্যতম কর্মসূচী
উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম সকল পর্যায়ে প্রতিষ্ঠানিক সমর্থন সংগঠনের দ্বারা জনগণের মধ্যে জনসংখ্যা নিয়ন্ত্রণের সুফল ও প্রয়ােজনীয়তা সম্পর্কে সচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব আরােপ করেছেন। খবর বাসস’র।
উপ-রাষ্ট্রপতি জাতীয় জনগণের নিয়ন্ত্রণ সংস্থার প্রথম বৈঠকে গতকাল শুক্রবার ভাষণ দিচ্ছিলেন। তিনি এই সংস্থার চেয়ারম্যান। তা সৈয়দ নজরুল বলেন, বঙ্গবন্ধু ঘােষিত দ্বিতীয় বিপ্লবের মূল ৪টি কর্মসূচীর অন্যতম হচ্ছে। জনসংখ্যা নিয়ন্ত্রণ। তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা থেকে শুরু করে জেলা, থানা ও গ্রাম পর্যায়ে পর্যন্ত জনসংখ্যা পরিকল্পনার সাংগঠনিক কাঠামাে সুবিন্যস্ত করার মাধ্যমে এই কর্মসূচীকে অবশ্যই বাস্তবায়িত করতে হবে। | বৈঠকে এ-পর্যন্ত যে সব পরিবার পরিকল্পনা কর্মসূচীতে হাত দেওয়া হয়েছে তার অগ্রগতি পর্যালােচনা করা হয় এবং দেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচীর কার্যকর বাস্তবায়নে সহায়তার উদ্দেশ্যে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী জনাব আবদুল মান্নান, সমাজ কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, অর্থমন্ত্রী ড. এ আর মল্লিক, শিক্ষামন্ত্রী ড. মুজাফফর আহমেদ চৌধুরী ও পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী শ্রী ফণিভূষণ মজুমদার।
সূত্র: বাংলার বাণী, ১০ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত