পুনর্বাসন কেন্দ্র থেকে শিশুরা পালিয়ে যাচ্ছে
গত বছর নবগঠিত কুড়িগ্রাম “ছিন্ন মুকুল” শিশু পুনর্বাসন সংস্থাটি বর্তমানে এক করুণ অবস্থার মধ্য দিয়ে চলছে বলে জানা গেছে। সংস্থার প্রায় তিনশত অসহায় শিশুর জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে। শিশু পুনর্বাসন সংস্থার শিশুদের সঙ্গে আলাপ-আলােচনা করে জানা গেছে যে, জীবন রক্ষাকারী ঔষধ ও চিকিৎসকের উদাসীনতার জন্য এতিম শিশুরা কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে।
অভিযােগ পাওয়া গেছে, তাদেরকে যে সব কম্বর দেওয়া হয়েছে তাতে একপ্রকার সূক্ষ্ম পােকা রয়েছে। যা শিশুদের রক্ত চুষে খাচ্ছে এবং সর্বাঙ্গে ঘায়ের সৃষ্টি হচ্ছে। অভিযােগ পাওয়া গেছে, তাদের মধ্যে যে খাবার দেওয়া হয় তা প্রয়ােজনের তুলনায় অতি সামান্য। ফলে ইতিমধ্যেই অনেক শিশু এই কেন্দ্র থেকে পালিয়ে গেছে। এদের অনেকেই এখন শহরের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেখা যাচ্ছে।
সূত্র: বাংলার বাণী, ৩ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত