বিশ্বের মেহনতি মানুষের সাথে একাত্মতা প্রকাশসহ শিল্পে উৎপাদন বৃদ্ধির শপথ
গত বিষুদবার ঐতিহাসিক মে দিবস দেশের সর্বত্র পালিত হয়েছে। এ উপলক্ষে রাজধানী সহ বিভিন্ন স্থানে শ্রমিক জনসভা ও মিছিলের মাধ্যমে শ্রমিকরা কলে-কারখানায় উৎপাদন বৃদ্ধির শপথ নেয়। বিভিন্ন শ্লোগানে শ্রমিক সমাজ বিশ্বের শ্রমিকদের প্রতি একাত্মতা ঘােষণা করে।
মাহমুদুর রহমান বেলায়েত: জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান বেলায়েত এম. পি তার ভাষণে অভিযােগ করেন যে, কিছু আমলার দুর্নীতিপরায়ণ মনােভাব ও প্রশাসনিক অব্যবস্থার জন্যই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান এখন অলাভজনক সংগঠনে পরিণত হয়েছে। তিনি জাতির বৃহত্তর স্বার্থে কারখানা প্রশাসন, উৎপাদন, পরিকল্পনা সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের প্রতিনিধিত্ব দাবী করেন।
জনাব বেলায়েত বলেন, মেহনতি শ্রমিককে ভুখা রেখে জাতীয় পুনর্গঠনের কাজের উন্নয়ন উৎপাদন আশা করা বৃথা। তিনি প্রতিটি শিল্পাঙ্গনে অবিলম্বে পূর্ণ রেশনি ব্যবস্থা চালুর দাবী করেন। তিনি বলেন, যারা কংকালসার দেহ নিয়ে সভ্যতার জয়যাত্রা অব্যাহত রেখেছে আগে তাদের রেশন দিয়ে ভদ্রলােকদের পরে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করার লড়াই। বঙ্গবন্ধুর নেতৃত্বে জাতীয় অর্থনীতির দুশমনদের খতম করে একটি শােসণহীন সমাজব্যবস্থা কায়েমের লড়াই।
দেলােয়ার হােসেন: জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক জনাব দেলােয়ার হােসেন উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদের নেতৃত্ব প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের সংগ্রামকে সফল করে তােলার জন্য শ্রমিক সমাজের প্রতি আহ্বান জানান। জনাব হােসেন প্রতিটি কল-কারখানায় ন্যায্যমূল্যে নিত্যপ্রয়ােজনীয় দ্রব্যাদি সরবরাহ করার জন্য সরকারের কাছে দাবী করেন।
মঞ্জুর আহসান: ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক জনাব মঞ্জুরুল আহসান বলেন, যারা শ্রমিক সমাজকে শােষণ করে মুনাফার পাহাড় গড়তে চান তাদের ধ্বংস করার জন্যই বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর হাতকে শক্তিশালী করে দ্বিতীয় বিপ্লবকে সফল করার সংগ্রামে অংশ গ্রহণ করার জন্য শ্রমিকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
ঢাকা সাংবাদিক ইউনিয়ন: মহান মে দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ঢাকা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়ােজিত এক আলােচনা সভায় বিশ্বের মেহনতি মানুষের সাথে একাত্মতা প্রকাশ করা হয়।
আলােচনা সভায় ভিয়েতনামের বীর জনগণের ঐতিহাসিক বিজয়ে গভীর সন্তোষ প্রকাশ করে তাঁদের প্রতি অভিনন্দন জানানাে হয়—বিশেষ শ্রদ্ধা নিবেদন করা হয় পরলােকগত ভিয়োমী নেতা কমরেড হাে চি মিনের মহান স্মৃতির প্রতি।
ইউনিয়নের অন্যতম সহসভাপতি জনাব আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলােচনা সভায় বাংলাদেশ ফেডারেন্স সাংবাদিক ইউনিয়নের সভাপতি শ্রী নির্মল সেন, সাধারণ সম্পাদক জনাব গিয়াস কামাল চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব রিয়াজুদ্দীন আহমদ হলিডে সম্পাদক জনাব এনায়েত উল্লাহ খান, পূর্বদেশ সম্পাদক জনাব এহতেশাম হায়দার চৌধুরী, মনিং নিউজ সম্পাদক জনাব শামসুলহুদা অভিমত সম্পাদক জনাব আলী আশরাফ, বাংলার বাণীর সহকারী সম্পাদক জনাব আজিজ মিসির ও জনাব শফিকুল আজিজ মুকুল বক্তৃতা করেন।
যশাের: আমাদের যশােরস্থ সংবাদদাতার তারে প্রকাশ, জেলা বাকশাল ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের যৌথ উদ্যোগে এখানে মহান মে দিবস পালিত হয়। দড়াটানা চৌরাস্তায় অনুষ্ঠিত এই সভায় বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবকে সফল করে তােলার প্রত্যয় ঘােষণা করা হয়। বিভিন্ন অঞ্চলের শ্রমিকগণ এই সভায় যােগদান করেন এবং পরে একটি মিছিল বের করা হয়।
রংপুর: জনগণ মিছিল, আলােচনা সভা ও জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রংপুর বন্দরে মহান মে দিবস উদযাপিত হয়েছে। জনাব সিদ্দিক হােসেনের সভাপতিত্বে জাতীয় শ্রমিক লীগের উদ্দ্যোগে এখানে একটি জনসভাও অনুষ্ঠিত হয়। অন্যান্যদের মধ্যে রংপুর জেলা বাকশালের সাধারণ সম্পাদক জনাব আজিজুর রহমানও বক্তৃতা করেন।
সূত্র: বাংলার বাণী, ৪ মে ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত