বিশেষ সাক্ষাৎকারে উপাচার্য্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে দুই বত্সরে আড়াই কোটি টাকা ব্যয়
গতকাল সােমবার এক বিশেষ সাক্ষাৎকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড: এ, মতিন চৌধুরী বলেন যে, গত দুই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আড়াই কোটি টাকা ব্যয় হইয়াছে।
উক্ত উন্নয়ন ব্যয়ের ফলে অতিরিক্ত দেড় হাজার ছাত্র-ছাত্রীর জায়গার ব্যবস্থা হইয়াছে। এই জন্য ২ লক্ষ বর্গফুট অতিরিক্ত আবাসিক ভবন তৈয়ার হইয়াছে। ইহা ছাড়া, আরও ২ লক্ষ বর্গফুট ইমারত বিভিন্ন বিভাগও অনুষদের জন্য প্রস্তুত হইয়াছে।
উল্লেখযােগ্য যে, বিশ্ববিদ্যালয়ের পূর্বের তিপ্পান্ন বছরে মাত্র সাড়ে ৪ হাজার ছাত্র ছাত্রীর আবাসিক স্থানের ব্যবস্থা করা হইয়াছিল। অথচ গত দুই বছরে অতিরিক্ত আরাে দেড় হাজার ছাত্র-ছাত্রীর স্থানের ব্যবস্থা করা হইয়াছে।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৫ হাজার। ইহার মধ্যে ১১ হাজার ছাত্র এবং ৪ হাজার ছাত্রী আছে।
উপাচার্য ডঃ চৌধুরী প্রকাশ করেন যে, শিক্ষকরা যাহাতে শিক্ষার মান উন্নত করার জন্য গবেষণা কার্য চালাইতে পারে, তজ্জন্য ব্যবস্থা করা হইতেছে। তাহাদের লিখিত প্রবন্ধাদি প্রকাশের ও ব্যবস্থা হইতেছে বলিয়া উপচাৰ্য্য উল্লেখ করেন। তিনি বলেন বিশ্ব বিদ্যালয়ের প্রেস সম্প্রসারণ করা হইতেছে। শিক্ষকদের রচিত বই পুস্তক প্রকাশ করা হইবে। তাহাদের প্রবন্ধাদি প্রকাশ করা হইবে। এই উদ্দেশ্যে ওয়ালর্ড ইউনিভার্সিটি সার্ভিস একটি আধুনিক অফসেট প্রদান করাইয়াছে।
উপচাৰ্য ড: মতিন বলেন, সর্বস্তরে বাংলা প্রচলনের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি বাংলা অনুবাদ ব্যুরাে স্থাপন করা হইয়াছে। ইহা বিশ্ববিদ্যালয়ের বই পুস্তক অনুবাদ করিবে। বিশ্ববিদ্যালয়ের টোকসট বুক এবং সিলেবাস বাংলায় অনুবাদ করিবে।
ড: চৌধুরী উপচার্য্য হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর কমার্স ফ্যাকাল্টি এবং ইহার অধীনে কয়েকটি ও ফাইন্যান্স বিভাগ, জীববিদ্যা ফ্যাকাল্টি, ব্যবস্থা সংক্রান্ত গবেষণা ব্যুরাে এবং ৩টি উচ্চতর গবেষণা কেন্দ্র স্থাপিত রইয়াছে। উপচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন আশা করেন যে, শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও পরিকল্পনা কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বপ্রকারে সাহায্য ও সহায়তা করিবেন। তিনি আরাে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অবদানের গুরুত্বের প্রতি লক্ষ্য রাখিয়া এবং ইহার ভবিষ্যতের সম্ভাবনা ও আশার পরিপ্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয়ে সরকার ও জনগণের বিশেষ দৃষ্টি লাভের যােগ্য।
উপচার্য ছাত্রদের খেরাধুলার উৎসাহ দিয়া তাহাদের গঠনমূলক চিন্তার নিয়ােজিত করার উপর গুরুত্ব আরােপ করেন।
হােষ্টেলে ছাত্র-ছাত্রীদের খাওয়া খরচ ফ্রি পাওয়ার উপাচার্য বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাহাদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। অভাবগ্রস্থ ছাত্রদের জন্য ছাত্র কল্যাণ তহবিল হইতে এই পর্যন্ত ৫০ হাজার টাকা মঞ্জুর করা হইয়াছে বলিয়া তিনি জানান। • বৈদেশিক মুদ্রার অভাবের দরুন বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান হইতে বই পুস্তক ও গবেষণার যন্ত্রপাতি সংগ্রহ করা হইতেছে না বলিয়া তিনি জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়কে পৃথিবীর অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় গড়িয়া তােলার জন্য তিনি দেশের সকল শ্রেণীর লােকের আন্তরিক সহযােগিতা কামনা করেন।
সূত্র: দৈনিক আজাদ, ২৯ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত