কুয়েতে পাটজাত দ্রব্য বিক্রয়ের বিশেষ কোন উদ্যোগ নেওয়া হয় নাই
কুয়েতে বাংলাদেশের পাটজাত দ্রব্য বিক্রয়ের জন্য বিশেষ কোন উদ্যোগ নেওয়া হয় নাই। সেখানকার জনৈক বাঙালি ব্যবসায়ী চেষ্টা করিয়াও বাংলাদেশ হইতে পাটজাত দ্রব্যের কোটেশন পায় নাই। তিনি বাংলাদেশ বাণিজ্যিক সেকশন হইতেও কোন সহায়তা পান নাই। বাণিজ্যিক সেকশন পাটজাত দ্রব্যের মূল্য সম্পর্কে কোন খোঁজ খবর রাখেন না। দেশের প্রধান রফতানী দ্রব্য হইতেছে পাটজাত দ্রব্য। অথচ আমাদের বিদেশে দূতাবাসের কর্মচারীরা পাটজাত দ্রব্যের মান ও মূল্য সম্পর্কে কোন খোজ রাখেন না। ইহার চেয়ে বিস্ময় ও কর্তব্য অবহেলার আর কি নজির থাকিতে পারে?
সূত্র: দৈনিক আজাদ, ২৮ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত