উপ-রাষ্ট্রপতির সহিত উমব্রাইটের বৈঠক
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের সহযােগিতা সম্পর্কে আলােচনা
বর্তমানে বাংলাদেশ সফররত রাষ্ট্রসংঘের মহাসচিবের বিশেষ দূত ড: ভিক্টর উমরাইট গতকাল বৃহস্পতিবার অপরাহ্নে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন।
তাদের আলােচনার আগামী বছর গুলিতে বাংলাদেশের খাদ্য চাহিদা এবং উন্নয়ন সহায়তা সম্পর্কে আলােচনা করেন। উপরাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত উক্ত আলােচনা প্রায় এক ঘন্টাকাল স্থায়ী হয়।
আলােচনা শেষে উপরাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের উন্নয়নে রাষ্ট্রসংঘের সহায়তার সম্ভাব্যতা সম্পর্কে ভিক্টর উমরাইটের সঙ্গে আলােচনা হইয়াছে। এখানে উল্লেখ্য যে, উপরাষ্ট্রপতির হাতে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বভার রহিয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ২৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত