১৪ লক্ষ টাকার আবগারী কর ফাঁকি
দুইজন কালেক্টর গ্রেফতার
প্রায় সাড়ে চৌদ্দ লাখ টাকার আবগারী কর ফাঁকি দেওয়ার সহিত জড়িত থাকার অভিযােগে দুর্নীতি দমন সংস্থা আবগারী বিভাগের কালেক্টর মিঃ জে কে কর ডেপুটি কালেক্টর জনাব এস এ হারান ও ব্লগ্রেডিং সিগারেট কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর জনাব আবদুল হালিম গজনবীর বিরুদ্ধে মামলা দায়ের করিয়াছেন বলিয়া গত শুক্রবার তথ্য বিভাগের এক বিবরণীতে জানা গিয়াছে।
আবগারী বিভাগের কালেক্টর মি: জে কে কর ও ডেপুটি কালেক্টর জনাব এস এ হান্নাকে গ্রেফতার করা হইয়াছে।
গতকাল বিভাগীয় দুর্নীতি দমন অফিস প্রদত্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়: জাতীয় রাজস্ব বাের্ডের চেয়ারম্যানের নিকট হইতে খবর পাইয়া দুর্নীতি দমন সংস্থা একটি বিরাট অংকের আবগারী কর ফাঁকি দেওয়ার ব্যাপারে তদন্ত চালান।
তদন্তে প্রকাশ ব্লুট্রেডিং সিগারেট কোম্পানী তাহাদের ঢাকাস্থ কারখানা হইতে অনেকগুলি ভুয়া গেটপাশের সাহায্যে বহু সিগারেট অবৈধভাবে ফ্যাক্টরী হইতে পাচার করে এবং সরকারকে ১৪,২৭,১২৩৫৩ টাকা আবগারী কর ফাঁকি দেয়। এই ব্যাপারে ২১২ খানা ভুয়া গেট পাস আবগারী বিভাগ আটক করিয়া উক্ত সিগারেট কোম্পানীর বিরুদ্ধে একটি এডজুডিকেশন কেস দায়ের করে। কিন্তু ঐ সকল কেস চলাকালীন উক্ত ২১২ খানা ভুয়া গেট পাস আবগারী বিভাগের ডেপুটি কালেক্টর জনাব এস, এ, হারানের তালাবদ্ধ আলমারী হইতে ঐ সিগারেট কোম্পানীর মারিককে বাচাইবার জন্য আশ্চর্যজনকভাবে গায়েব করে দেওয়া হয়।
তদন্তে আরও প্রকাশ, এই বিরাট আবগারী কর ফাঁকি দেওয়ার অপচেষ্টা আবগারী বিভাগের ডেপুটি কালেক্টর জনাব এন, এ, হান্নান, কালেক্টর মি: জে, কে, কর এবং সিগারেট কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর জনাব আবদুর হারিম গজনবীর যােগসাজশে হইয়াছে।
স্মরণ থাকিতে পারে যে, আবগারী বিভাগের উক্ত ডেপুটি কালেক্টর এবং কালেক্টর নিজেদের দোষ। অন্যায়ভাবে অধঃস্তন অফিসার, আবগারী বিভাগের সহকারী কালেক্টর জনাব ইউসুফ আলির উপর চাপাইয়া দেওয়ার চেষ্টা করেন।
সহকারী কালেক্টর জনাব ইউসুফ আলি ১৯৭৩ সনের ৭ই ডিসেম্বর রাত্রে আত্মহত্যা করেন।
এই বিরাট অংকের আবগারী কর ফাঁকি দেওয়ার ব্যাপারে দুর্নীতি দমন সংস্থা রমনা থানায় আবগারী বিভাগের তদানিন্তন ডেপুটি কালেক্টর জনাব এস, এ, হান্না, কালেক্টর মি: জে, কে, কর ও ট্রেজিং সিগারেট কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর জনাব আবদুল হালিম গজনবীর বিরুদ্ধে একটি মামলা রুজু করিয়াছেন এবং আসামী জনাব এস এ হান্না ও মি: জে কে করকে গ্রেফতার করা হইয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ২৬ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত