মাষ্টারদার স্মৃতি চির অম্লান থাকিবে-ফণি মজুমদার
“১৯৩০ সালের ১৮ই এপ্রিল বৃটিশ সরকারকে উৎখাত করিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মাধ্যমে মাষ্টার দা সূর্যসেন স্বাধীনতার যে ডাক দিয়াছিলেন তার পরিপূর্ণ এবং বাস্তব রূপ লাভ করে তাহার ঠিক ৪১ বৎসর পরে ১৯৭১ সালের ১৭ই এপ্রিল মুজিব নগরের আম্রকাননে বাংলাদেশের স্বাধীনতা ঘােষণার মধ্য দিয়া। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী শ্রী ফণি মজুমদার গত মঙ্গলবার মাষ্টার দা সূর্য সেনের নওয়াপাড়াস্থ বাড়ীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন কল্পে আয়ােজিত এক সমাবেশে ভাষণদানকালে উপরােক্ত মন্তব্য করেন।
মন্ত্রী বলেন যে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা মাষ্টারদা সূর্যসেনের স্মৃতি আমাদের কাছে অম্লান। ও চিরস্মরণীয় হইয়া থাকিবে। বাঙালি জাতি শ্রদ্ধার সাথে মাষ্টারদার স্মৃতি স্মরণ করিবে।
সভায় অন্যান্যদের মধ্যে যারা যােগদান করেন তারা হচ্ছেন ডা: আ: কাশেম এম,পি ও মাে: খালেদ এম, পি ও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকশাল নেতা জনাব হারুনুর রশিদ। সরকারের তথ্য দফতর হইতে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইহা জানা গিয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ২৪ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত