মেশিন টুলস ফ্যাক্টরীর উৎপাদন পূর্ণ মাত্রায় শুরু হইলে
শিল্প ও কৃষির যন্ত্রপাতি দেশেই তৈরী হইবে
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর উৎপাদন ১৯৭৮ সাল নাগাদ পূর্ণ মাত্রায় শুরু হইলে দেশের শিল্প ও কৃষি ক্ষেত্রে ব্যবহারযােগ্য প্রধান প্রধান যন্ত্রপাতি স্থানীয়ভাবে তৈরী হইবে।
উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় ৬৬ কোটি ৩৬ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ করা হইয়াছে। ইহাতে বৈদেশিক মুদ্রার হইতেছে ৩৯ কোটী টাকা। বৈদেশিক মুদ্রার এই ব্যয় ফরাসী ও বেলজিয়াম ঋণ হইতে মিটানে হইবে। ঋণের বিষয়টি আলাপ আলােচনাধীন রহিয়াছে।
জাহাজ নির্মাণ ও প্রকৌশল সংস্থা সূত্রে জানা যায়, ঢাকা হইতে ২৭ মাইল দূরে অবস্থিত গাজীপুর মেশিন টুলস ফ্যাক্টরীর দেশের সমস্ত পাওয়ার পাম্পের চাহিদা পূরণ করার ক্ষমতা রহিয়াছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে ইতিমধ্যেই সেখান হইতে ৫ হাজার পাওয়ার পাম্প সরবরাহ করা হইয়াছে। কর্পোরেশনের জন্য আরও ২ হাজার পাম্প সংযােজন করা হইতেছে।
গাজীপুর ফ্যাক্টরী ডিজেল প্ল্যান্ট, জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট, জাহাজ নির্মাণ ও প্রকৌশল সংস্থার প্রস্তাবিত থ্রি হুইলার এণ্ড পাওয়ার স্পেয়ার প্রকল্পের জন্য কাষ্ট, ফোরজ যন্ত্রপাতি ও টুলস সরবরাহ করিতে সক্ষম হইবে।
সূত্র: দৈনিক আজাদ, ২৪ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত