জনতার হাতে ডাকাত নিহত
সম্প্রতি হরিরামপুর থানায় হারুকান্দী ইউনিয়নের একদল বিক্ষুব্ধ জনতা আবদুল মান্নান নামক একজ কুখ্যাত ডাকতকে পিটাইয়া হত্যা করিয়াছে।
প্রাপ্ত খবরে প্রকাশ যে, একদল ডাকাত হারুকান্দী ইউনিয়ন কাউন্সিলের সদস্যের বাড়ীতে ডাকাতি করার সময় গ্রামবাসীর হাতে উক্ত ডাকাত ধরা পড়ে এবং অন্যান্য ডাকাতরা পালাইয়া যাইতে সক্ষম হয়। ধৃত ডাকাত জনসাধারণের গণপিটুনীতে ঘটনাস্থলেই মারা গিয়াছে।
এব্যাপারে স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হইয়াছে।
সূত্র: দৈনিক আজাদ, ২১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত