দুই সদস্যের ইরাকী তেল প্রতিনিধিদলের ঢাকা উপস্থিতি
দুই সদস্যের একটি ইরাকী তেল প্রতিনিধি দল এক সপ্তাহের সফরে গতকাল রবিবার ঢাকা আসিয়াছেন। প্রতিনিধি দলের নেতা রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল অয়েল কোম্পানীর ভাইস চেয়ারম্যান জনাব আলী হাদি আলজাবির বিমান বন্দরে সাংবাদিকদের জানান যে, বাংলাদেশে তেল অনুসন্ধানের ব্যাপারে তাহারা ইরাকের কারিগরি সহযােগিতা সম্পর্কে এখানকার সরকারী কর্মকর্তাদের সহিত মত বিনিময় করিবেন।
জনাব জাবির আরও বলেন যে, দুই বন্ধু দেশের পারস্পরিক স্বার্থে বাংলাদেশের তেল অনুসন্ধান কাজে ইরাকের অভিজ্ঞতা প্রদানে তাহার দেশ আগ্রহী। এখানে অবস্থানকালে প্রতিনিধিরা পররাষ্ট্র মন্ত্রী ড: কামাল হােসেন, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা, বাংরাদেশ তেল ও গ্যাস কর্পোরেশন ও পেট্রোবাংলার কর্তকর্তাদের সহিত আলােচনায় মিলিত হইবেন। তাহারা চট্টগ্রামে ইষ্টার্ণ রিফাইনদীর পরিদর্শন করিবেন।
বিমান বন্দরে ঢাকাস্থ ইরাকী চার্জ দ্যা এফেয়াস, পেট্রোবাংলার ও গ্যাস কর্পোরেশন কর্মকর্তাদের প্রতিনিধিদের আলােচনা জানান।
সূত্র: দৈনিক আজাদ, ২১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত