৮শত টাকা পর্যন্ত অচল নােট জমাদানকারীরা পুরা টাকা ফেরত পাইবেন
জমাকৃত অচল একশত টাকার নােট যাহারা আটশত টাকা পর্যন্ত জমা দিয়াছেন তাহারা আগামীকাল (সােমবার) হইতে পুরা টাকা ফেরত পাইবেন।
যাহারা নয়শত হইতে আঠারাে শত টাকা পর্যন্ত জমা দিয়াছেন, তাহাদেরকে ২৮শে এপ্রিল হইতে জমাকৃত টাকার শতকরা ষাট ভাগ মূল্য ফেরত দেওয়া হইবে।
গতকাল বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে আরাে জানানাে হয় যে, দেশের সকল ব্যাংক, পােষ্ট অফিস এবং সাব পােষ্ট অফিসগুলি উভয় শ্রেণীর জমাকারীদের অর্থ ফেরত দেওয়ার জন্য যথাক্রমে ২১শ এবং ২৮শে এপ্রিল হইতে দুই সপ্তাহ ধরিয়া প্রতিদিন ৫টা পর্যন্ত খােলা থাকিবে। ব্যাংকের স্বাভাবিক লেনদেনের পর হইতে বিকাল ৫টা পর্যন্ত অচল নােটের মূল্য ফেরত দেওয়া ছাড়া প্রতিষ্ঠানগুলি আর কোন কাজ করিবে না।
বিজ্ঞপ্তিতে ব্যাংক, পােষ্ট অফিস এবং সাব পােষ্ট অফিসগুলির নির্ধারিত অংকের বেশী মূল্য ফেরত না দেওয়ার নির্দেশ দিয়া বলা হয় যে, গ্রহণকারী প্রতিষ্ঠানগুলি অচল নােট জমা করার সময়ে যে মূল রশিদ জমাকারীকে দিয়াছিলেন, জমাকারী তাহা দাখিল করিলে পূর্ণমূল্য ফেরত পাইবেন।
সূত্র: দৈনিক আজাদ, ২০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত