You dont have javascript enabled! Please enable it! 1975.04.18 | বাঙলা ভাষা ও সাহিত্য অশুদ্ধ প্রতিষ্ঠা করা হইবে —ডঃ এ, এম, চৌধুরী | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

বাঙলা ভাষা ও সাহিত্য অশুদ্ধ প্রতিষ্ঠা করা হইবে —ডঃ এ, এম, চৌধুরী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড: আবদুর মতিন চৌধুরী বাঙলা ভাষার উৎকর্ষ সাধনের জন্য বাঙলা ভাষা ও সাহিত্য অনুষদ প্রতিষ্ঠা করা হইবে বলিয়া ঘােষণা করেন।
উপাচার্য গতকাল ছাত্রশিক্ষক কেন্দ্রে বাংলা সমিতির অভিষেক অনুষ্ঠানে ভাষণ দিতেছিলেন। অনুষ্ঠানে সভানেত্রীত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান ড: নীলিমা ইব্রাহিম। ড: মতিন চৌধুরী বলেন, বাঙ্গলা ভাষা ও সাহিত্য অনুষদ প্রতিষ্ঠার ন্যায্য দাবীতে কোন বাধা দিলে তাহা রােধ করা হইবে। তিনি বলেন দেশকে নিরক্ষরতার হাত হইতে মুক্ত করিতে হইলে বাঙলা অক্ষরকে ঘরে ঘরে পৌছাইয়া দিতে হইবে। এবং এই কাজে বাঙলা বিভাগের ছাত্র-ছাত্রীদের দায়িত্ব নিতে হইবে। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্রনেতা শেখ শহীদুল ইসলাম, বিভাগীয় প্রাক্তন ছাত্র জনাব ইসমত কাদির সামা, ডাকসুর সাধারণ সম্পাদক জনাব মাহাবুব জামান, জনাব মিজানুর রহমান চৌধুরী, উম্মে তুবামােদ্দেসা, জনাব আবু তালেব।

সূত্র: দৈনিক আজাদ, ১৮ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত