পর্যটন শিল্প উন্নয়নে প্রচুর সম্পদ রহিয়াছে -খােন্দকার মােশতাক
মৌলবীবাজার, ১২ই এপ্রিল বাণিজ্য ও বহির্বাণিজ্য দফতরের মন্ত্রী খােন্দকার মােশতাক আহমদ অদ্য বিকালে সিলেট পর্যটন কেন্দ্র উদ্বোধন করেন। উক্ত পৰ্যটন কেন্দ্রটি পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং পাহাড়িয়া অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পৰ্যটন কেন্দ্রের চারিদিকে অবারিত চায়ের বাগান রহিয়াছে। ইহাতে পর্যটন কেন্দ্রটি মনে হয় যেন প্রকৃতির দাস। উক্ত পৰ্যটন কেন্দ্রের পর্যটকদের নিকট হযরত শাহ জালালের পবিত্র মাজার হইবে বিশেষ আকর্ষণ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দান কালে মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন শিল্প উন্নয়নের জন্য প্রচুর সম্পদ রহিয়াছে! কক্সবাজার সমুদ্র সৈকতে অবস্থিত পৰ্যটন কেন্দ্র বিশ্বের মধ্যে অন্যতম বলিয়া মন্ত্রী উল্লেখ করেন।
সূত্র: দৈনিক আজাদ, ১৩ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত