কেন্দ্রীয় খেলাঘর
শ্রম, সমাজ কল্যাণ, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী শিশুদের আন্দোলন শাহরের মুষ্টিমেয় সুবিধাভােগীদের মধ্যে সীমাবদ্ধ না রাখিয়া গ্রাম পর্যায়ে ছড়াইয়া দিবার জন্য শিশু সংগঠন গুলির প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, দেশের আদর্শ ও সুষ্ঠু নাগড়িক গড়িয়া তুলিবার প্রয়ােজনেই শিশু আন্দোলনের সুফল গ্রামের অবহেলিত শিশুদের মধ্যে পৌছাইয়া দিতে হইবে। | মন্ত্রী ১লা বৈশাখ উপলক্ষে কেন্দ্রীয় খেলাঘর আয়ােজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দান করিতে ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব সাওকত আনেয়ার। বক্তৃতা করেন জনাব মােস্তফা সারােয়ার ও ড: আলী আসগর।
মন্ত্রী শিশুদের দেশের সুনাগরিক হিসাবে গরিয়া তুলিবার জন্য সঠিকভাবে পরিচালনার উপর গুরুত্ব আরােপ করেন।
ইহার পর শিশুদের তৈরি হস্তশিল্প বিজ্ঞানও চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ডি পি আই জনাব মাসাহুল হক চৌধুরী।
১লা বৈশাখ উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগ অফিস প্রাঙ্গণে গত বুধবার এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কৃষক লীগ প্রধান ব্যারিষ্টার বাদল রশীদ। আলােচনার অংশ গ্রহণ করেন ব্যারিষ্টার আমিরুল ইসলাম এম, পি জনাব রহমত উল্লাহ ও সন্তোষ গুপ্ত।
সূত্র: দৈনিক আজাদ, ১৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত