You dont have javascript enabled! Please enable it! 1975.04.15 | ঢাকায় জগজীবনরাম | দৈনিক আজাদ - সংগ্রামের নোটবুক

ঢাকায় জগজীবনরাম

সাংবাদিকদের সহিত আলােচনাকালে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি সম্পদ মন্ত্রী জনাব আবদুর রব
উদ্বোধনী বৈঠক প্রায় ২ ঘন্টা চলে। তবে উভয় মন্ত্রী কোন সাহায্য ব্যতিতই চল্লিশ মিনিট কাল আলােচনা করেন। বাংলাদেশের পক্ষে অন্যান্যদের মধ্যে বৈঠকে অংশ গ্রহণ করেন পানি সম্পদ এবং বন্যা নিয়ন্ত্রণ সচিব জানব সুলতানুজ্জামান বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের চেয়ারম্যান জনাব বি, এম, আব্বাস, ভারতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার জনাব আতাউল করিম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মহাদেশ সংক্রান্ত দফতরের মহাপরিচালক জনাব এ, কে, এইচ, মােরশেদ, পরিকল্পনা কমিশনের অফিসার অন্য স্পেশাল ডিউটি জনাব এম, এ, সিদ্দিক এবং ওয়াপদার পরিচালক জনাব আমজাদ হােসেন এবং জনাব তাজুল ইসলাম।
বৈঠকে ভারতীয় দলে ছিলেন ভারতের কৃষি দফতরের উপমন্ত্রী মি: কে, এম সিং অতিরিক্ত সচিব জুট সি সি প্যাটেল, যুগ্ম সচিব মি: কে, সি আটনেমী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মি: ভি, এন, নাগরাজ এবং যৌথ নদী কমিশনের সদস্য ও কৃষি মন্ত্রণালয়ের জনসংযােগ পরিচালক মি: সি আই, পি, তৈজয়ারী।

সূত্র: দৈনিক আজাদ, ১৫ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত