ভারত বাংলাদেশকে ৩০৮ কোটি টাকা সাহায্য দিয়াছে
ভারত সরকারী এবং বেসরকারী পর্যায়ে এ পর্যন্ত বাংলাদেশকে মােট তিন শত আট কোটি টাকা সাহায্য দিয়াছে। আজ লােকসভায় ভারতের ডেপুটি মন্ত্রী শ্রী বিপিনপাল দাস এই কথা বলেন। আরাে অধিকতর সাহায্য প্রদানের জন্য বাংলাদেশ ভারত সরকারের প্রতি অনুরােধ জানান। কিন্তু উক্ত অনুরােধ বর্তমানে ভারত সরকারের বিবেচনাধীন রহিয়াছে বলিয়া তিনি উল্লেখ করেন।
সূত্র: দৈনিক আজাদ, ১১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত