বিশ্ববিদ্যালয়ে সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
সমগ্র জাতি ছাত্রসমাজের নেতৃত্বের প্রতি আজ তাকাইয়া আছে
প্রধানমন্ত্রী জনাব এম, মনসুর আলী শােষণহীন সমাজ ব্যবস্থা এবং দ্বিতীয় বিপ্লবকে সফল করিয়া তােলার সংগ্রামে ছাত্র সমাজকে নেতৃত্ব দানের আহ্বান জানান। তিনি বলেন, সমাজকে নেতৃত্ব পথনির্দেশ এবং নতুন জীবনের সন্ধান দেওয়ার দায়িত্ব ছাত্র সমাজের। সমগ্র জাতি আজ ছাত্র সমাজের দিকে তাকাইয়া আছে।
প্রধানমন্ত্রী গতকাল সকালে ডাকসু আয়ােজিত বিশ্ববিদ্যালয় সপ্তাহের উদ্বোধন কালে একথা বলেন। ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি উপাচার্য ড. আবদুল মতিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বাকশাল নেতা শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সহ-সভাপতি মােজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক জনাব মাহবুব জামান এবং ডাকসুর সংস্কৃতি সম্পাদক জনাব ম, হামিদ।
সূত্র: দৈনিক আজাদ, ১১ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত