বাংলাদেশের জন্য আরও ১ লক্ষ টন মার্কিন চাউল
আমেরিকান রাষ্ট্রদূত ডেভিস ই বুস্টার অদ্য বাংলাদেশের জন্য আরাে এক লক্ষ টন মার্কিন চাউল বরদ্দের কথা ঘােষণা করিয়াছেন। ইহার ফলে ১৯৭৫ অর্থ বৎসরে শান্তির জন্য খাদ্য কর্মসূচীর অধীনে বাংলাদেশের জন্য বরাদ্দকৃত মার্কিন গম ও চাউলের পরিমাণ ৮ লক্ষ ৫০ হাজার মেট্রিক টনে উন্নীত হইবে।
এ প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় বলেন যে, বাংলাদেশ সরকারের অনুরােধেই এই নয়া চাউল বরাদ্দ করা হইয়াছে।
মার্কিন চাউল
চলতি অর্থ বছর সমাপ্ত হইবার পূর্বেই যুক্তরাষ্ট্র হইতে এই চাউল বাংলাদেশে প্রেরণ করা হইবে।
এ বছরের আমন ফসল ওঠার পূর্বে বাংলাদেশের খাদ্য-সংকটের সময় এই চাউল বন্টনের জন্যে প্রস্তুত থাকিবে বলিয়া আশা করা যাইতেছে।
অদ্য বাংলাদেশ পরিকল্পনা মন্ত্রণালয়ে এই নয়া বরাদ্দের আনুষ্ঠানিকতা সম্পাদন করিয়া দুই দেশের সরকারের মধ্যে লিপিবিনিময় করা হয়। এই লিপিতে গত ৪ঠা অক্টোবর ঢাকায় শাস্তির জন্যে খাদ্য কর্মসূচীর অধীনে স্বাক্ষরিত চুক্তির সংশােধন করা হয়।
নয়া বরাদ্দকৃত এক লক্ষ টন চাউলের দাম ৪ কোটি ২০ লক্ষ ডলার বা ৩১ কোটি ৩৫ লক্ষ টাকা। চলতি অর্থ বছরের মােট বরাদ্দের-৫ লক্ষ ৫০ হাজার টন গম ও ৩ লক্ষ টন চাউল- মূল্য হইতেছে ২১ কোটি ৭৭ লক্ষ ডলার বা ১৬৯ কোটি ৮০ লক্ষ টাকা।
ইউ, এস, পিএলও ৪৮০, টাইটেল ১ এর অধীনে ১০ বছরের রেয়াতসহ ৪০ বৎসর মেয়াদে ডলার ঋণ হিসেবে এই খাদ্য বরাদ্দ করা হয়। ইহার সুদের হার রেয়াতী মেয়াদকালে বার্ষিক শতকরা ২ ভাগ এবং পরে ৩ ভাগ।
বাংলাদেশ সরকার এই চাউল ও গমের বিক্রয়লব্ধ টাকা পল্লী ও কৃষি উন্নয়ন কর্মসূচীতে ব্যবহার করিয়া থাকেন।
সূত্র: দৈনিক আজাদ, ১২ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত