জমাকৃত অচল নােট
শনিবার হইতে স্বল্প পরিমাণ টাকা ফেরত দেওয়া শুরু হইবে
ঘােষিত একশত টাকার নােট জমা দেওয়ার মেয়াদ উত্তীর্ণ হইয়া গিয়াছে। এই সময়সীমা আর বর্ধিত করা হইবে না।
স্বল্প আয়ের জনসাধারণের অসুবিধা লাঘব করিবার জন্য সরকার আপাতত: এই সিদ্ধান্ত গ্রহণ করিয়াছেন যে যাহারা ৫০০ টাকার পরিমাণ পর্যন্ত অচল নােট জমা দিয়াছেন তাহারা আগামী শনিবার ১২ই এপ্রিল হইতে ৩০০/- টাকা পর্যন্ত ফেরত পাইতে পারিবেন। ৩০০/- টাকা বা তাহারও কম যাহারা জমা দিয়াছেন তাহারা সমপরিমাণ অর্থ ফেরৎ পাইবেন।
এই অচল নােট যেখানে জমা দেওয়া হইয়াছে সেখান হইতেই মূল্য ফেরত দেওয়া হইবে। জমাকৃত বাকী অচল নােটের মূল্য পরিশােধের পদ্ধতি পরে জানানাে হইবে।
সূত্র: দৈনিক আজাদ, ১০ এপ্রিল ১৯৭৫
দিনলিপি বঙ্গবন্ধুর শাসন সময় ১৯৭৫ – অধ্যাপক ড. আবু সাইয়িদ ও শাহজাহান মৃধা বেনু সম্পাদিত